বিসমিল্লাহির রাহমানির রাহিম

লিখেছেন লিখেছেন আল সাঈদ ১৫ মার্চ, ২০১৩, ১১:০৭:৪০ সকাল

গতকাল রাত আনুমানিক ৯:৪৫ বাসাতে এশার নামাজ পড়তেছিলাম। তখন শুনি মাইক দিয়ে কি যেন বলতেছে। ফরয ৪ রাকাত শেষ করে শুনতে পেলাম সাভারের গণজাগরনে অংশ নেওয়ার জন্য মাইকিং করতেছে। এত আকুতি কন্ঠে বলতেছে যে, শুনে মায়া হলো। তখন বুঝতে পারলাম গণজাগরনে না গণমাইকিং এ মানুয় হয়তো তামাশা দেখতে যায়। সরকারের ছত্রছায়ায় গণজাগরণের ছেলে/মেয়ে যুদ্ধাপরাধীদের বিচার চায়। আমার প্রশ্ন হলো সরকার হউক আর গণজাগরনের ছেলে/মেয়েরা হউক ৪২ বছর পরে কেন? অথবা সরকারের শেষ বছর কেন? নাকি পুরটাই নাটক। অবশ্য সবাই এখন বলে এটা নাটক ছাড়া আর কিছুনা। আমাকে একটু বুঝিয়ে বলবেন দয়াকরে। আল্লাহ সবার উপর রহমত বর্ষিত করুন।

বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File