হেফাজতে ইসলাম+সরকার+মিডিয়া

লিখেছেন লিখেছেন আল সাঈদ ০৩ মে, ২০১৩, ০৩:০১:১০ দুপুর

আপনারা কখনো বাংলাদেশী সিনেমা দেখেছেন। যদি দেখে থাকেন তবে নিঃসন্দেহে বলতে পারবেন আগামী ৫ই মে হেফাজতে ইসলামের অবরোধ নিয়ে কি হতে যাচ্ছে। সিনেমায় দেখি শুরুতে নায়কের বাবা-মাকে মেরে ফেলল নায়ক বড় হল, মাঝখানে নায়িকার সাথে প্রেম , শেষে খলনায়কদের পেটাল সিনেমা শেষ হবে বুঝতে পেরে সবাই হল থেকে বেড়িয়ে গেল। ৫ই মে কে কেন্দ্র করে কিছু মন্ত্রী ইতিমধ্যে নাশকতার আগাম খবর ছেপে দিলেন। মাঝে কিছু বাঁধা এবং উল্টাপাল্ট বক্তব্য দিবেন। শেষে মন্ত্রীরা ভাগাভাগী করে বলবেন- অবরোধ বা সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে-ধন্যবাদ। কেহ বলবেন- তাদের দাবী ভেবে দেখা হবে। জীবনে দেখবেন না। কেহ বলবেন-হেফাজতের নাম দিয়ে জামায়াত-শিবিরের নাশকতার চেষ্টা। কেহ বলবেন- হেফাজতের কর্মীদের দ্বারা ভাংচুর, ককটেল, বোমা বিষ্ফোরণ ইত্যাদি।

আর শেষের ভূমিকাটা পালন করবেন আমাদের হলুদ মিডিয়া যা শেষ করার আগেই দশর্ক শূন্য হয়ে যাবে। কারন যা দেখাবে তা মিথ্যা এবং বানোয়াট।

বিষয়: বিবিধ

১৪৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File