"শুভকামনা"

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০২ জানুয়ারি, ২০১৬, ০৩:২৮:৪৯ রাত



হ্যাপী হওয়ার নিশ্চয়তা,

কেউ কি দেবে আমায় ?

নিউইয়ারের শুভেচ্ছা কেবল

তখনই দেবো তোমায় । ।

-

বলতে পারো আগামীকাল,

কার ভাগ্যে কি আছে ?

সুঃখে নাকি দুঃখে যাবে,

প্রমান কি তোমার কাছে ??

-

কোন ভরসায় বলছ তুমি,

বছরটা সুঃখে ভরা ?

আপন কেহো হারায় যদি,

লন্ডভন্ড হয় ধরা ? ?

-

তারচে বরং প্রভূর তরে,

হাত দুখানা তোলো ।

লালসবুজের আকাশ থেকে,

সরুক নিকষ কালো l l

-

মোশাররফ.৩১.১২.১৫

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File