***** মোর ফেলে আসা দিনগুলো *****
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০২ জানুয়ারি, ২০১৬, ০৩:৩১:২০ রাত
পুকুর পাড়ে শীতসকালে রোদ পুহাবার কালে
ধানের খড়ে গড়াগড়ি করছি জনা মিলে।
-
শীতের রাতে উঠুন জুড়ে অগ্নি লেলিহান
বিরনি চালে চুংগা পিঠায় ব্যাস্ত ক'টি প্রাণ।
-
রোগ বেরামে বাবার কাঁধে আর হয়না চড়া
সেদিনগুলো মনের মাঝে দিচ্ছে নড়াচড়া।
-
হাত ধরিয়া বাবার সাথে মক্তবেরই পানে
কলমা পড়ার সেদিনগুলো এখনো হৃদয় টানে।
-
কেলাস ফাঁকি যেদিন দিলাম চাচায় এলো তেড়ে
পড়ার প্রয়োজন বুঝিয়ে দিলেন কঞ্চি দিয়ে মেরে।
-
গরুর হাটে কুরবানীতে বাপ চাচারই সাথে
হয়না যাওয়া এখনতো আর ঈদের আগের রাতে।
-
মায়ের সাথে নানার বাড়ি হয়না এখন যাওয়া
দুষ্ট ছেলে পাজি ছেলে গালি হয়না পাওয়া।
-
ছিলাম যত ভাই বোনেরা মামা কিংবা খালার
সবাই যেন এক একটা ফুল একই ফুলের মালার।
-
হাসি গান আনন্দ আড্ডা সবই নানুর ঘরে
মা খালারাও মিলছে যেন একই প্রাণের সুরে।
-
দল বেঁধে সব নামছি যখন পুকুর ভরা জলে
ধাপাধাপি ঝাপাঝাপি করছি খেলার ছলে।
-
হঠাৎ দেখ নানু এলো হাতে বাশের লাঠি
যে যার মত পালিয়ে গেলো গায়ে কাঁদামাটি।
-
ফুফুর হাতের একমুটো ভাত অনেক মজার ছিলো
ছোট্ট এসে সেও খাবে কান্না জুড়ে দিলো।
-
মাঝে মাঝে খাবার নিয়ে যেতাম ধানের ক্ষেতে
সেই ছলনায় ইসকুলেতে হয়না যেন যেতে।
-
পাড়ার সবাই ছিলো আপন মায়ার ডোরে বাঁধা
সুখে দুঃখে মিলতো সবাই রাত দুপুরে সদা।
-
সুখে ভরা সেদিনগুলো অনেক মজার ছিলো
স্মৃতির পাতায় দিলাম হানা চোখযে ছলছল।
-
বাবাও নাই,চাচাও নাই,নানুও গেল মরে
মনের ব্যাথা গুমরে কাঁদে তাদের স্মৃতি স্মরে।
বিষয়: সাহিত্য
১৩১১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্মৃতির পাতায় দিলাম হানা চোখযে ছলছল।/
বাবাও নাই,চাচাও নাই,নানুও গেল মরে/
মনের ব্যাথা গুমরে কাঁদে তাদের স্মৃতি স্মরে।
-স্মৃতি রোমন্থন, অসাধারণ।
মন্তব্য করতে লগইন করুন