""তফাত"
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০১ নভেম্বর, ২০১৫, ০৫:০১:০৪ সকাল
আমি বলি সন্ধ্যা নামে,
তুমি বলো রাত ।
এমনি করে কথাগুলোর,
অর্থে ব্যাপক তফাত । ।
-
আমি বলি রাতের শুরু,
তোমার চোখে শেষ l
চাঁদ তারার স্নিগ্ধতাকে,
বলো দিনের রেশ l l
-
আমি চাই সূবহি সাদিক,
তোমার আশা আলো l
দ্বিমত গুলো সন্ধি করে,
বলব কাটুক কালো l l
-
৩১১০১৫.
মোশাররফ
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন