জঙ্গীদের নামে হত্যার ছুরি কার কাছে।

লিখেছেন লিখেছেন রক্তলাল ০১ নভেম্বর, ২০১৫, ০৮:৪১:২০ সকাল



বিভিন্ন হত্যাকান্ডে যখন কোনো সরাসরি প্রমাণ না থাকে এবং প্রত্যক্ষদর্শী না থাকে তখন কিভাবে এর খুনিকে বের করা হয়?

এটা বের করতে circumstantial evidences খোজা হয়।

হত্যার মোটিভ খোজা হয়।

ফরেনসিক এভিডেন্স বের করা হয়।

ঘটনাপ্রবাহের টাইমলাইন নিরীক্ষা করা হয়।

এরকম সবকিছু তথ্য, তত্ত্ব, উপাত্ত মিলিয়ে তারপর নির্ধারণ করা হয় সম্ভাব্য খুনীর পরিচয়।

যেসব খুন সাধারণ লোকজন করে তাদের তথ্য খুব সহজেই ধরা পড়ে।

কিন্তু কোনো সরকারী বা বেসরকারী প্রফেশনাল বাহিনী খুন করলে তাদেরকে খুজতে সময় লাগে।

সমাজে পরিচিত লোকজনকে ছুরি দিয়ে খুন করাটা খুব রিস্কি ব্যাপার - কিন্তু তারপরও ১০০% ঘটনাগুলোতে (তথাকথিত মুক্তমনা হত্যা) ছুরির ব্যাবহার হচ্ছে। যেন সরাসরি প্রমাণ না থাকে। বুলেট শরীরে আটকে গেলে বা খোসা থেকে এই বুলেট ট্রেইস করে এর উৎস্য এবং কে বানিয়েছে কার হাতে আসতে পারে বের করা সম্ভব। এমনকি ঠিক কোন অস্ত্র থেকে গুলি করা হয়েছে তাও বের করা সম্ভব।

যেহেতু এসব ঘটনায় বিদেশী তদন্ত সংস্থা জড়িত হতে পারে এবং গুলি থেকে আরো নানা তথ্য বের করে ফেলার প্রযুক্তি জানা আছে, সেহেতু ছুরি ব্যাবহার করা হচ্ছে।

এ'টি কারা করবে? যারা হাই রিস্ক নিতে সক্ষম।

শুধু মাত্র অরগানাইজড ফোর্সেস সেটা সরকারী বা বেসকারী হোক তারাই এই রিস্ক নিবে।

এদের মধ্যে আন্তর্জাতিক বা দেশীয় সন্ত্রাসীচক্র যেমন পি.এল.ও., উলফা, টামিল টাইগার্স, মাওবাদী, সর্বহারা এরা থাকতে পারে। আল-কায়েদাকে উদাহরণ হিসাবে বলিনি কারণ আমার ধারণা আল-কায়েদা বায়বীয় - বুশের বানানো শুধু কাগজে কলমের (বিশ্বাস না হলে সি.আই.এ.-র ডিক্লাসিফাইড ডকুমেন্টস পড়ে দেখবেন আফগানিস্তানে মুজাহিদ বানানোর কাহিনী)।

দেশি বা বিদেশী সরকারি বাহিনীর মধ্যে সো কলড 'ইনটেলিজেন্স এজেন্সি' যেমন সি.আই.এ. 'র' ডিজিএফআই মোসাদ আইএসাই এরা থাকতে পারে।

এবার ঘটনাপ্রবাহ ঘটার টাইমলাইন থেকে দেখা যাচ্ছে একই ঘটনা বারবার ঘটছে। এর মানে সরকারী গোয়েন্দারা এ'ব্যাপারে সম্পূর্ন ব্যার্থ কিংবা তাদের সহযোগিতা নিয়েই হচ্ছে নাহলে ঘটনা একেবারে হুবহু হত না।

খুনীরা তদন্তকে ডিসরাপ্ট করতে হলেও ভিন্ন কৌশল নিত। সেটা তারা করছেনা। মানে হল ভিতরের সমর্থন আছে।

এবং পার পেয়ে যাওয়ার যথেস্ট ব্যাকআপ আছে।

এবার আসি একটু ফ্ল্যশব্যাক এ' -

বেশ কয়েকদিন এসব ছুরি দিয়ে তথাকথিত 'মুক্তমনা' হত্যা হচ্ছিল না।

বলা নেই কওয়া নেই - হঠাৎ করে জয় হাসিনার নিউ ইয়র্কে জাতিসংঘ যাওয়ার ঠিক আগে একটা মতামত ছাপালো বাংলাদেশে জঙ্গীরা লুকিয়ে আছে এই বলে।

এর পরেই ধরাবাহিকভাবে এই খুন গুলো হতে লাগলো। যেনো জয়ের ডাকেই খুনিরা সাড়া পেল।

আরেকটা বিষয়, এসব খুনে একমাত্র হাসিনা ছাড়া কারোরই লাভ হচ্ছেনা।

হাসিনা ইনুরা প্রকাশ্যে গণতন্ত্রের বিরোধীতা এবং নির্বাচন হত্যা এবং মানুষ হত্যা করে ক্ষমতা আকড়ে আছে।

অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরী করে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো বন্ধ রাখতে পারলে অবৈধ সরকাররা ক্ষমতায় আরো বেশী সময় থাকতে পারে।

আরেকটা জিনিষ জলবৎ তরলং। সেটা হল সুষ্ঠু নির্বাচনের বিদেশী চাপ অনেক বেশী। এই বিদেশী চাপকে ছেড়াবেরা করে দেবার সবচেয়ে বড় ওষুধ হল জঙ্গী ডুগডুগি।

আর এই জঙ্গী ডুগডুগি বিদেশীদের কানে ঠিকমত পৌছানোর মরিয়া চেষ্টা হল কিছু বলির পাঠাকে বলি দেয়া। আর তাই হচ্ছে।

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348051
০১ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৫৮
হতভাগা লিখেছেন : জয় ভায়ার কাছে অনেক তথ্য থাকে
০১ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৯
288975
রক্তলাল লিখেছেন : তথ্যবাবা! সাত বছর সময় ও টাকা খরচ করে ডিগ্রী নিয়ে যে কাস্টমার সার্ভিস করা ছাড়া কোনো সত্যিকার কাজের অভিজ্ঞতা নেই সে এখন আইটি এক্সপার্ট আর গুগলের বাপ দাবীদার!
348054
০১ নভেম্বর ২০১৫ সকাল ১০:০৭
অপি বাইদান লিখেছেন : তাতো বুঝলাম!! কিন্তু আর দুদিন পরই যে আল্লার এত পেয়ারা বান্দা নাদুস-নুদুস আলী আহসান মুজাইদ্দা ফাঁসিতে ঝুলে যাবে সে বিষয়ে আল্লা এখনো হাতে চুড়ি পরে বসে আছেন ক্যান @ ছাগুলাল?
০১ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৮
288984
রক্তলাল লিখেছেন : নাস্তিকরা ত আল্লাহ বিশ্বাস করেনা। সেই যুক্তিতে এখানে ওটা অপ্রাসঙ্গিক।

যারা আল্লাহ বিশ্বাস করে তারা আমার কথা বুঝতেছে (উপরের পোস্টে)। তারা উত্তর ও জানে।
So, আপনে সেই পুরান যন্ত্রণায় পুড়তে থাকেন।


০১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩৬
288990
কথার_খই লিখেছেন : Rolling on the Floor "Rolling on the Floor
348062
০১ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫২
দ্য স্লেভ লিখেছেন : একটা প্রশ্ন মাথায় আসল। উপরের ছবিতে জয় সাহেব যে পোষাক পরেছেন,সেটা কি উনি শুধু বাংলাদেশেই পরেন,নাকি আমেরিকাতেও পরেন ? আমেরিকাতে পরলে বুঝব সত্যিই উনি এই পোষাক মন থেকেই পছন্দ করেন।
০১ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৮
288983
রক্তলাল লিখেছেন : উনি ওনার বাপের নাম না রেখে নানার নামে পরিচিত হচ্ছেন।
348076
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩৮
কথার_খই লিখেছেন : তথ্য নিন তথ্য বাবার কাছে! তিনিইইতো বাংলাকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে তার মাকে চেয়ারে বসিয়ে, রাখতে চাই!
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৭
288991
রক্তলাল লিখেছেন : ইলবাবা মতিঝিল।

কিন্তু দেশের মানুষ মারছে ওখানেই আমার প্রবলেম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File