পরিনতি
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৩ অক্টোবর, ২০১৪, ০৯:৪০:২৮ রাত
শুকনো পাতা ঝরে যায়,
নতুন পাতার শুভ আগমনে-
ঝরাপাতার খোজ করে কজন ?
ভাবে কি কেউ ?
পতিত পাতার হয় কি পরিনতি । ।
মানবকুল ব্যাস্ত হয়
গজানো নতুন পাতাকে নিয়ে-
তাকে নিয়ে লিখে কবিতা,গান,উপন্যাস
আরও কত-শত কাব্যিক উপাখ্যান । ।
কিন্তু হায় !
সে শুকনো পাতাটি যখন এসেছিলো ভবে,
তাকেও এমনি কুর্নিস সহমত বন্দনায়-
হৃদয়ে ধারন করেছিলো পৃথিবী । ।
তাহলে ? আগমন আনন্দের,
প্রত্যাগমন সব সময়, বিষাদের হবে ?
এটায় কি প্রকৃতির চিরন্তন নিয়ম ??
২৩/১০/১৪
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন