অধ্যাপক গোলাম আযম আর নেই।
লিখেছেন লিখেছেন অনুরণন ২৩ অক্টোবর, ২০১৪, ০৯:৩৩:৩৩ রাত
ইসলামি আন্দোলনের কিংবদন্তির জীবনাবসান হয়েছে কিছুক্ষন আগে। আল্লাহ উনাকে কবুল করে নিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন।
বিষয়: বিবিধ
১৫৬৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ উনাকে কবুল করে নিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। আমীন
আল্লাহ উনাকে কবুল করে নিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। আমীন
গোলাম আযমের মৃত্যুতে সরকারের পতন ঘটবে নাকী,সরকার নাটক করবে কেন? বুঝলামনা!
আল্লাহ উনাকে কবুল করে নিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। আমী
আল্লাহ যেন তাঁর দায়িত্ব অন্য কাউকে দেন৷
হে আল্লাল্লাহ! তোমার দীনের এ খাদেমকে কবুল করে নিন।
হে আল্লাহ! তোমার দীনের এ খাদেমকে কবুল করে নিন। আমীন
এ জাতি বুঝলো না যে-
কী সম্পদ সে পেয়েছিল,
আর কী আজ হারালো
এক গোলাম আযম আজ বিদায় নিলসন-
কিন্তু লক্ষ গোলাম আযম রেখে গেলেন-
ঈর্ষণীয় সাফল্য, আল্লাহতায়ালা তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন!!
আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।
মন্তব্য করতে লগইন করুন