মিরাকলে অবসেসড মুসলিম আর আজান ফুল।
লিখেছেন লিখেছেন অনুরণন ৩০ এপ্রিল, ২০১৪, ০৬:০৫:৫২ সন্ধ্যা
ফেইসবুক আর ব্লগের সবচেয়ে বিরক্তিকর দিক গুলোর একটা হচ্ছে হুজুগে/বেকুব মানুষজনের শেয়ার হজম করা।
কিছুদিন পরপর এগুলি ঘুরে ফিরে আসে।
শুন্যে ভাসা একটা পাথরের ছবি, বলেন সুবহানাল্লাহ। এখন অবশ্য এতে কাজ হয়না, লাইক না দিলে আপনার ইমান হালকা হয়ে যাওয়ার প্রচ্ছন্ন হুমকিও থাকে।
কিছুদিন আগে শেয়ারে ধুম পড়েছিল রাশিয়ান একটা বাচ্চার গায়ে কোরআনের আয়াত নিয়ে ভিডিও।
শেয়ার যারা দিয়েছেন তাদের তালিকায় পিএইচডি করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও রয়েছেন। আইনস্টাইন খামাখা বলেন নাই যে
"Only two things are infinite, the universe and human stupidity, and I'm not sure about the former."
একটু ইন্টারনেট ঘাটলেই দেখা যেত এটা মিরাকল টিরাকল কিছু না, একটা স্কিন ডিজিজ। Dermatographic urticaria দিয়ে গুগুল ইমেজে সার্চ দিলে হাজার হাজার ছবি পাওয়া যায়।
হালে শুরু হয়েছে আজান ফুল। আজারবাইজানের একটা ভিডিও। আজানের সাথে সাথে ফুল ফোটে।
খবরের সবচেয়ে হাস্যকর অংশ হচ্ছে:
"সকল গবেষনার পর ফল একটা-ই পাওয়া গেছে, “Sorry, we can’t explain this mystery, only God knows”.
কোন বৈজ্ঞানিক পরিক্ষার কোন রেফারেন্স নাই। আর গবেষনার প্রাথমিক জ্ঞান যাদের আছে তারাও জানে এভাবে কোন কনক্লুশন হয় না।
এইটা ফুলটার নাম ইভিনিং প্রিমরোজ। সন্ধ্যার দিকে ফোটে (মাগরিবের আজানের সময়ের সাথে ম্যাচ করা খুবই স্বাভাবিক) এবং ফুটতে খুব অল্প সময় লাগে। নিচের ভিডিওতে এই ফুলের ফোটার আরেকটা দৃশ্য আছে:
জ্ঞান বিজ্ঞান থেকে দুরে সরতে সরতে আমাদের এখন মিরাকলই ভরসা হয়ে দাড়িয়েছে আর সাথে পরিশ্রম বাদ দিয়ে এইসব গার্বেজ শেয়ার/লাইক দিয়ে সোয়াব কামাই করে বেহেস্তে যাওয়ার শর্টকাট রাস্তা বের হয়েছে।
বিষয়: বিবিধ
১৭৭৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সচেতন মুলক পোস্টে প্লাস++++
ধন্যবাদ
জাজাকাল্লাহুখায়রান
কিছু বিষয় থাকে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না।
সচেতন করার জন্য ধন্যবাদ আপনাকে। নিয়মিত লিখবেন
মন্তব্য করতে লগইন করুন