মনোবল

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৫ জুলাই, ২০১৪, ১০:২৫:২৮ সকাল



তোমরা কি জানো ?

ওদের হাসিতে কেনো এতো মুক্তা ঝরে ?

যখন দ্বীনের জন্য,কোনো বান্দার উপর

বাতিলের চরম অত্যাচার নেমে আশে,

তখন আল্লাহর সাহায্য তারা স্পর্শ করে ! ।

জুলুমের মাত্রা যখন অসহ্য হয়,

তখন তারা জান্নাতের ভিডিও প্রত্যক্ষ করে,

নিস্তেজ নীথর দেহে যখন জ্ঞান ফিরে,

তখন সৈর্যের সিমানায় ধৈর্য্যকেই খুজে পায় ।

যখন অনুভুতি প্রশ্নকরে

কোথায় পেলে এ প্রাণশক্তি ! দৃঢ় মনোবল ?

ঠিক তখন তারা এভাবেই মুচকি হেসে,বলে-

আল্লাহকে যারা বেসেছে ভালো,

ইমানই তাদের রাখে অবিচল । ।

মোশাররফ০৬.০৭.১৪

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242011
০৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
242115
০৬ জুলাই ২০১৪ রাত ০১:৪০
মোবারক লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File