আর্জেন্টিনার সমর্থকরা সবাই কি অমানুষ?
লিখেছেন লিখেছেন জীবন রাহমান ০৫ জুলাই, ২০১৪, ১০:১২:০৫ সকাল
কালকে আমি যাদের সাথে বসে খেলা দেখলাম তাদের একটা আচরনে না অবাক হয়ে পারলাম না- যখন নেইমার আহত, স্ট্রেচারে করে মাঠের বাইরে যাছ্ছে তখন আর্জেন্টিনার সমর্থকদের সেকি উল্লাস!
এটা বন্যতা, নিষ্টুরতা, অসভ্যতা ও বিকৃত মানষিকার নগ্ন প্রকাশ।
আমি এর তীব্র নিন্দা জানাই। আজেন্টিনার সমর্থন মানে তো ব্রাজিল বিরোধিতা নয় ঠিক তেমনি ব্রাজিল সমর্থন করা মানে তো আর্জেন্টিনার বিরোধীতা নয়......কিন্তু বাস্তবতা তাই। তাই বলে মানবিকতা ভুলে গিয়ে একেবারে অমানুষ হয়ে যেতে হবে? কেউ স্ট্রেচারে করে মাঠের বাইরে যাছ্ছে আর আমি বিকৃত হাসি হাসছি?
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন