তথাকথিত সমুদ্র বিজয়...........মিনার রশীদ
লিখেছেন লিখেছেন জীবন রাহমান ১৩ জুলাই, ২০১৪, ১২:৩৫:৪৯ দুপুর
জনগণের বোধগম্য ভাষায় বর্ণনা করার জন্য আমি এক মদনের কলা ভাগ দিয়ে ব্যাখ্যা করেছি। এক মদনের কাছে ২৫টি কলা রয়েছে। সেই কলা নিজের পৈতৃক সম্পত্তি থেকেই উৎপন্ন হয়েছে। কিন্তু পাশের ক্ষেতের মধু নিজের অনেক কলা থাকার পরেও দাবি করল যে, এই মদনের ২৫টি কলাতে তারও একটা অধিকার রয়েছে। কাজেই আইনের পরিভাষায় মদনের এই ২৫টি কলা হয়ে পড়ল ডিসপুটেড বা বিরোধপূর্ণ কলা। এক সালিশ বোর্ড এসে মদন আর মধুর মধ্যে সেই কলা ভাগ করে দিলো। মদন পেল ১৯টি, আর মধু পেল ছয়টি কলা।
এখানে মধুর কোনো স্বত্ব আদতেই ছিল না। নেহায়েত চাপার জোর আর মেধার বলে সে ছয়টি কলা পেয়ে গেছে। মদন এখন খুশিতে ডুগডুগি বাজাচ্ছে যে, সে মধুর চেয়ে ১৩টি কলা বেশি পেয়েছে। শুধু তা-ই নয়, এই রায় মেনে নেয়ার জন্য মধু নিজের প্রতিক্রিয়া প্রকাশের আগেই মদন তাকে ধন্যবাদ জানিয়ে ফেলেছে। তেমনিভাবে নিজের কলায় অপরের ভাগ সুনিশ্চিত করে মদনরা এর নাম দিয়েছে সমুদ্র বিজয়।
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন