ইসরায়েল-নেতানিয়াহু-হাসিনা-সিসি ওদের ভিতর আসলে পার্থক্য কি?!
লিখেছেন লিখেছেন পুস্পিতা ১৩ জুলাই, ২০১৪, ০১:২৪:৩৬ দুপুর

ফিলিস্তিন বা গাজা নিয়ে লিখিনি। লিখিনি মানে লিখতে ইচ্ছে করেনি। কারণ অধিক শোকে যেমন মানুষ কান্নাও ভুলে যায় তেমনি এত নৃশংশতা দেখে কান্না ভুলে যাওয়ার মতোই লিখাও হচ্ছে না। এত বেশি রক্তের হোলি খেলা চলছে দিকে দিকে, কিছু বলার মতো ভাষাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন নৃশংসতার ব্যাপারে বলবো? নৃশংসতা শুধু কি গাজায়? শুধু কি ফিলিস্তিনের মুসলমানদের উপর হচ্ছে? শুধু কি ইসরায়েল করছে? কেন বাংলাদেশে হচ্ছে না? মিশরে চলছে না? সিরিয়ায় হচ্ছে না?
১। ইসরায়েল সরাসরি খুন, হত্যা করে যাচ্ছে ফিলিস্তিনে আর বাংলাদেশ, মিশর, সিরিয়া ইত্যাদি দেশে করে যাচ্ছে মুসলমান নামধারী ইসরায়েলের প্রেতাত্মা ধর্মনিরপেক্ষতাবাদী হাসিনা, সিসি, বাসার আল আসাদরা! এটাই তো পার্থক্য?! ইসরায়েলের নৃশংশতা সামনে রাখুন এবার হাসিনা, সিসিদের দেখুন। মুসলমানদের হত্যা করার ক্ষেত্রে মৌলিক কোন পার্থক্য আছে? কোন ক্ষেত্রে কম করছে?
২। ইসরায়েল ফিলিস্তিনিদের নির্মূল করার জন্য হত্যাকান্ড, সম্পদ-বাড়িঘর ধ্বংস, গ্রেফতার, নির্যাতন, গুম, ধর্ষন ইত্যাদি করে যাচ্ছে। কারণ একটিই ওরা মুসলমান! এবার হাসিনাকে দেখুন, সিসিকে দেখুুন, বাসার আল আসাদকে দেখুন। কার্যক্ষেত্রে কোন পার্থক্য আছে? ইসরায়েল গত ৬/৭ দিনে দেড়শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর হাসিনা সাঈদীর রায় পরবর্তী একদিনেই হত্যা করেছে সে পরিমাণ মানুষ, সিসি এক রাতেই হত্যা করেছে তার চেয়ে ১০/১৫গুণ মানুষ। হাসিনার গত ৫বছরের শাসন দেখুন সাথে ইসরায়েলের সাথে তুলনা করুন। মুসলমানদের হত্যা করার ক্ষেত্রে হাসিনা ইসরায়েলের চেয়ে পিছিয়ে আছে? শুধু সংখ্যা দিয়ে তুলনা করলেও হাসিনা, সিসি, নেতানিয়াহুর ভিতর কোন পার্থক্য পাওয়া যাবে না। ইসরায়েল হত্যা করছে কারণ ফিলিস্তিনিরা মুসলমান, বাংলাদেশ, মিশরে হাসিনা, সিসি হত্যা করছে কারণ ওই একটিই যাদের হত্যা করছে ওরা মুসলমান, ওরা ইসলাম চায়, ওরা ইসলাম অনুযায়ী সমাজ ও রাষ্ট্র চালাতে চায়। কোন পার্থক্য ধরা পরে নেতানিয়াহু, হাসিনা ও সিসিদের ভিতর?!
৩। ইসরায়েল গাজায় বাড়ি ঘর ধ্বংস করছে, মসজিদে হামলা চালাচ্ছে, সম্পদ ধ্বংস করছে। এবার বাংলাদেশের সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার দিকে ফিরে দেখুন। হাসিনা কি সেখানে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙ্গে দেয়নি, দিচ্ছে না? সম্পদ ধ্বংস করেনি? আগুন লাগিয়ে দেয়নি? সিসিও কি একই রকম ধ্বংসযজ্ঞ চালায়নি? ইসরায়েল যেমন যখন তখন এসব করে, হাসিনা, সিসিরাও কি করছে না? মুসলমানদের জীবনের অধিকার, সম্পদের অধিকার, ইজ্জতের অধিকার আছে হাসিনা ও সিসিদের কাছে?
৪। ইসরায়েল চাইলো আর যখন তখন যে কাউকে গ্রেফতার করে বিনাবিচারে আটক করে রাখলো বা গুলি করে হত্যা করলো বা গুম করলো বা নির্যাতন করলো। এমনকি ফিলিস্তিনের যত বড় শীর্ষ নেতাও হোক না কেন। এই সেদিন তারা ফিলিস্তিন পার্লামেন্টের স্পীকারকে গ্রেফতার করেছে। এবার বাংলাদেশে, মিশরকে দেখুন। পার্থক্য আছে? হাসিনা ও সিসির বাহিনী কি ইসরায়েলের বাহিনীর চেয়ে কম নৃশংশ? যথন তখন যে কাউকে কি তারা আটক করে নিয়ে যাচ্ছে না? সে যত বড় নেতাই হোক না কেন। ইখওয়ান ও জামায়াতের শীর্ষ নেতারা কি এখন ফাঁসির মঞ্চে নয়? তাদের কোন মানবাধিকার আছে? শুধু নেতারা কেন, শত শত, হাজার হাজার মুসলমানকে কি হাসিনা, সিসিরা গ্রেফতার করছে না, গুম করছে না, পঙ্গু করে দিচ্ছে না? কোন পার্থক্য আছে হাসিনা, সিসি, নেতানিয়াহুর ভিতর?
৫। ইসরায়েলের কাছে যেমন মুসলমানদের কোন অধিকার নেই, হাসিনার কাছে কি আছে? সিসির কাছে আছে? ইসরায়েলি বাহিনীর চেয়ে কোন ধরনের কম নৃশংসতা দেখাচ্ছে হাসিনা ও সিসির বাহিনী? ইসরায়েল ঘোষণা দিয়ে হত্যা করছে আর হাসিনা, সিসিরা ঘোষণা ছাড়াই হত্যা করছে- এটাই তো পার্থক্য?! এ ছাড়া মুসলমান ও ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়ার ক্ষেত্রে নেতানিয়াহু-হাসিনা-সিসিদের কোন পার্থক্য দেখা যায়? মুসলমানদের হত্যা, গুম, গ্রেফতার, ধ্বংস করার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতাবাদী হাসিনা-সিসি ইহুদীবাদী নেতানিয়াহুর ভিতর মৌলিক পার্থক্য আসলে কি?
তাই এসব যখন দেখি তখন ভাবি শুধু ইসরায়েলের বিরুদ্ধে লিখে কি লাভ? ঘরের পাশেই, নিজের দেশেই যখন বিভিন্ন স্টাইলে, আঙ্গিকে, ধরনে নেতানিয়াহু, ইসরায়েলের নৃশংসতা দেখি তখন কি আর শুধু ফিলিস্তিন নিয়ে লিখতে ইচ্ছে করে? সিসি-হাসিনাদের মতো শাসকদের যখন ইহুদীদের মতো নৃশংস হতে দেখি তখন শুধু ইহুদীদের বিরুদ্ধে বলে আর কি হবে? আমরা মাঝে মাঝে বলি কেন মুসলিম শাসকরা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াচ্ছে না?! মুসলিম শাসক? আসলে কি হাসিনা-সিসিরা মুসলিম শাসক? এসব ধর্মনিরপেক্ষতাবাদীদের সাথে ইহুদীবাদীদের মৌলিক কোন পার্থক্য আছে? অন্ততঃ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়ার ক্ষেত্রে? ওরা নিজ দেশেই যখন শত শত, হাজার হাজার মুসলমান হত্যা করে যাচ্ছে তখন কি করে আশা করি যে অন্য দেশের মুসলমানদের পক্ষে হাসিনা-সিসিরা দাঁড়াবে? নিজের দেশে হাসিনা-সিসিদের মতো নৃশংশ শাসক রেখে কিভাবে অন্য দেশের মুসলমানদের পক্ষে দাঁড়ানো সম্ভব?
বিষয়: বিবিধ
২৯০৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমীন
মন্তব্য করতে লগইন করুন