জোগানদার
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৭ নভেম্বর, ২০১৩, ০৫:৫৪:৩৩ সকাল
জোগানদার
পৃথিবীর স্রষ্টা যিনি ক্ষমতার মালিক তিনি
ক্ষণিকের দোকান্দারী কেনো করো দম্ভগীরি
মুহুর্তেই সরে দাঁড়াও হইও না স্বৈরাচার
তুমিতো শুধুই জোগানদার ।।
মুজিবের স্বপ্ন ভবে আজীবন বাদশা রবে
বছর তিনেক দলাদলী দিতে হলো বংশ-বলি
ওপারে যেতেই হলো ফেলে সব অহংকার
তিনিতো ছিলেন সমজদার । ।
নাটায় হাতে ঘুড়িটার সুতা ছাড়েন ক্ষমতাধর
খেলাধুলার প্রান্তসীমায় পড়ে রবে খেলাঘর
কি খেলা দেখাইলা হিসেব নিবেন শেষবিচার
দেখবেনা কে প্রজা কে সরকার । ।
মোশাররফ
০৫.১১.১৩
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন