প্রতিদিন পঠিত মাত্র ১০৫ টি শব্দের অর্থ শিখে পবিত্র কুরআনের ৪০% শব্দের অর্থ জানুন-২
লিখেছেন লিখেছেন মুহাম্মদ_২ ০৬ নভেম্বর, ২০১৩, ০৭:২২:১৫ সকাল
সূরা ১১৩: ফালাক্ব
قُلْ ক্বুল বল
أَعُوذُ আউযু আমি শরণ নিচ্ছি
بِرَبِّ বিরব্বি স্রষ্টার
الْفَلَقِ ফালাক্ব ঊষার
مِن মিন থেকে
شَرِّ শাররী অনিষ্ট
مَا মা যা
خَلَقَ খলাক্ব তিনি সৃষ্টি করেছেন
وَمِن ওয়ামিন এবং থেকে
شَرِّ শাররী অনিষ্ট
غَاسِقٍ গাসিক্বীন রাত্রির অন্ধকারের
إِذَا ইযা যখন
وَقَبَ ওয়াক্বব তা গভীর হয়
وَمِن شَرِّ ওয়ামিং শাররী এবং অনিষ্ট থেকে
النَّفَّاثَاتِ নাফ্ফাছাতী যারা ফুৎকার দানকারী
فِي الْعُقَدِ ফিল ওক্বদ গ্রন্থিতে
وَمِن شَرِّ ওয়া মিংশাররী এবং অনিষ্ট থেকে
حَاسِدٍ হাসীদিন হিংসুকের
إِذَا ইযা যখন
حَسَدَ হাসাদ সে হিংসা কর
অনুবাদ : (১) বল, “আমি শরণ নিচ্ছি ঊষার স্রষ্টার
(২) যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে
(৩) এবং রাত্রির অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়।
(৪) এবং যারা গ্রন্থিতে ফুৎকার দেয় তাদের অনিষ্ট থেকে
(৫) এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
Surah 113. Al-Falaq
1. Say: I seek refuge in the Lord of Daybreak 2. From the evil of that which He created; 3. From the evil of the darkness when it is intense, 4. And from the evil of malignant witchcraft, 5. And from the evil of the envier when he envies.
বিষয়: বিবিধ
২২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন