বাতিঘর

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৪২:৩০ সকাল

আমি তখন কিশোর ছিলাম বেজায় সাদা মন

সাঁঝের বেলা খেলার মাঠে আসতো একজন ।

সারা মাঠে দপিয়ে বেড়ায় খেলছি আপন মনে

দৃস্টি পড়ে তার বিহনে ঠায় দাড়িয়ে কোনে ।

সূর্য মামা ডুবলে পাটে দুরন্তপনা শেষে

সেই মানুষটি সালাম দিতো মিস্টি হাসি হেসে ।

রোজ বিকালে এমনি ভাবে সালাম কালাম চলতো

ফেরার পথে সুযোগ বুঝে মাসজিদে যেতে বলতো ।

সে বয়সে আপন করে ডাকেনি কেউ নামাজে !

তেমন মানুষ আজো আছে জাহেলী এই সমাজে ?

অযুর পানি হিসাব ছাড়া ঢালছি মুখে পাঁ-হাতে

তা-দেখে সে ব্যাস্ত হলো অযুর নিয়ম শেখাতে ।

শিখে পড়ে নামাজ শেষে বাইরে এসে দাঁড়ালো

সেদিকে আমি আসছি দেখে হাতদুটি সে বাড়ালো ।

কি জানি কি জাদু ছিলো তার সে কোমল বুকে

সঠিক দ্বীনের দীক্ষা সেদিন কেমনে দিলো ফুঁকে ।

ইসলাম একটি জীবন বিধান নয় ধর্মের নাম

জান-মাল সব বিলিয়ে দিয়ে আমৃত্য সংগ্রাম ।

তার অফিসে দাওয়াত দিয়ে কথা গুলো কোইলো

হিমশীতল মোর শরীর জুড়ে বিপ্লবী ঝড় বয়লো ।

বাসায় সেদিন ঘুম এলোনা এপাশ ওপাশ ভাবি

আল্লাহ এতো নবী পাঠালো কি ছিলো তার দাবী ?

প্রশ্নো তাকে এক সকালে ইস্কুল ফেরার পর

তোমার কথায় এতো সুবাস ! কোন সে বাতিঘর ?

কার আলোতে তোমরা সবাই ঞ্জানের সবক ছড়াও ?

সেই ফোয়ারায় সামিল করে আমার হৃদয় ভরাও ।

সেই প্রতিক্ষায় ছিলাম আমি কবে সুপথ পাবো

স্বর্গীয় সেই রাজ তোরণে সঙ্গে আমি যাবো ।

অফিস নিয়ে একটি রিপোর্ট বই পুস্তক দিলো

একটি ফর্মের নিচের দিকে দস্তোখত নিলো ।

মোশাররাফ০১০৯১৩

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File