নেতৃত্বের শূন্যতায় বিপর্যস্ত জামায়াত
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৩১:০২ রাত
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটা খবর দেখে অবাক হলাম ,শিরোনাম ছিল এরকম " নেতৃত্বের শূন্যতায় বিপর্যস্ত জামায়াত " আবার লিখেছে দল চালাচ্ছেন তৃতীয় ও চতুর্থ সারির নেতারা।
আমি পত্রিকাটির রিপোর্টারকে চেলেঞ্জ দিয়ে বলতে পারি এই তৃতীয় ও চতুর্থ সারির নেতারা শুধু দল কেন দেশ চালাতে ও একদাপ এগিয়ে। অন্যদলের বা বর্তমান সরকারের মন্ত্রীদের চেয়ে ওরা অনেক বুদ্ধিমান।বর্তমান সরকার শুরু থেকেই রাজনৈতিক প্রতিহিংসায় জামায়াত-শিবিরের ওপর নানাভাবে অন্যায় আচরণ করতেছে তা কি করে মুকাবিলা করে যাচ্ছে এই তৃতীয় ও চতুর্থ সারির নেতারা তা ভালো করে দেখতে পাচ্ছে দেশের জনগণ। জাময়াতের তৃতীয় ও চতুর্থ সারির নেতারা যা পারে তা অন্যান্য দলের প্রথম সারির নেতারা ও পারে না।
বিষয়: বিবিধ
১৬৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন