,,,,,, সেই ঈদ ,,,,,,
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৫ আগস্ট, ২০১৩, ০৫:২৬:১৫ সকাল
(১)শিশু কালের সেই ঈদ
খোশআমদেদ পড়তো সাড়া
হৈ-হুল্লোড় জাগতো পাড়া
ছন-ছনাছন পিঠার ঝুলি
সাত সকালে নিতাম তুলি
রাত্রী শেষে রাঙ্গা চোখে
নামতো নাকো নিধ...। । ।
নতুন নতুন পোশাক পোরে
ভোঁ-দৌড় দিতাম ঘরেঘরে
নিয়ে সেলামীর জীদ
নির্মল ঐ ঈদের খুশি
আহ ! কি প্রশান্তির ছিল হৃদ...।।।
(২)পেলাম কিশোর বয়েস
বিশাল একখান ফর্দ নিয়ে
বাপের সাথে মার্কেট গিয়ে
কেনাকাটায় হয়নি চয়েস
গুমরে মরে দিলের খায়েস...। । ।
মনের আকাশ মেঘলায়
ঈদ চলে যায় নিরালায়
নাওয়া খাওয়াই নিরুত্তর
শুনতে হতো মুরুব্বীদের
উচুনিচু অবাঞ্ছিত ভয়েস...।।।
(৩)যৌবন কালে এসে
উঠলাম শেষে মেসে
পড়া লিখার সাতকাহন
জীবন গড়ার চাই বাহন
সপ্ন ভেলায় ঝড় তুলি
ঈদের খবর রই ভুলি...। । ।
হঠাৎ পেতাম মায়ের ফোন
হয়নি বাবা ফেরার ক্ষণ ?
ব্যাগবোঁচকা কাঁন্ধে পুরে
হারিয়ে যাওয়া যাত্রী ভিড়ে
ফিরলাম বাসায় হায় !
কেটে গেলো ব্যস্ত সময়
কিন্ত সেই ঈদের মজা নাই...। । ।
মোশাররাফ ০৮.০৯.১০
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন