জংগী হামলার আশংকা তৈরীর পিছনে সরকারের ভূমিকা বিশ্বাসঘাতক মীরজাফরের মত ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৫ আগস্ট, ২০১৩, ০৫:৩৩:৫৫ সকাল
জংগী হামলার ভয়ে কোন দেশের দূতাবাস বন্ধ থাকলে এর জন্য সরকারই দায়ী ।
এইতো সেদিন লন্ডনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলে এলেন, "দেশে হাজার হাজার আফগান ফেরত জংগী রয়েছে, এমনকি ওসামা বিন লাদেনের বডিগার্ড ছিল এমন জংগীও রয়েছে !!!!"। যারা এখন হেফাজত-জামাতের হয়ে কাজ করছে !!
গতকাল ধর্মপ্রতিমন্ত্রী শাহজাহান খান এক সভায় ও এর আগেও সরকারের অনেকে বহুবার দেশের মাদ্রাসাগুলোকে জংগী প্রজনন কেন্দ্র বলেছেন !!!
এখন কি সরকারের লজ্জা লাগছে নাকি ! নাহলে গওহর রিজবী কেন বলছেন, দেশে কোন জংগী হামলার আশংকা আছে বলে তিনি মনে করেননা !!(বিবিসির গতকালকের স্বাক্ষাতকার)
কিন্তু এধরনের দেশবিরোধী কথা যারা বলেন, তাদের কোন জবাবদিহিতা নেই !!! আমার মতে এইচটি ইমাম, শাহজাহান খানসহ এধরনের কথা যারা বলেছে সবার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত । এদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া উচিত ।
মূলত সরকারের লোকজনকেই গদিতে থাকার স্বপ্নে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকান্ডে বেশী লিপ্ত হতে দেখা যাচ্ছে । সরকারই দেশদ্রোহী মীরজাফরের ভূমিকায় ।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন