ইসরাইলের নতুন প্রেসিডেন্ট রিউভেন রিভলিন
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১২ জুন, ২০১৪, ১২:৩১:১৯ দুপুর
ক্ষমতাসীন লিকুদ পার্টির উদার-ডানপন্থী সদস্য রিউভেন রিভলিন ইসরাইলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ইসরাইলের সংসদ তাকে দেশটির দশম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, রিউভেন রিভলিন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধী। পাশাপাশি তিনি ফিলিস্তিনের নাগরিকদেরকে ইসরাইল রাষ্ট্রের নাগরিকত্ব প্রদানে আগ্রহী।
বর্তমান প্রেসিডেন্ট সিমন প্যারেসের স্থলাভিষিক্ত হবেন রিউভেন রিভলিন। জুলাই মাসের শেষে সিমন প্যারেসের দায়িত্বের মেয়াদ পূর্ণ হওয়ার কথা রয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ৭৪ বছর বয়সী রিউভেন রিভলিন নিজের বন্ধুভাবাপন্ন ও রসবোধ চরিত্রের জন্য সবার কাছে পরিচিত। তিনি ইসরাইলের সংসদের স্পিকার হিসেবে অতীতে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী।
উল্লেখ্য, রিউভেন রিভলিনের বাবা উসেফ উয়েল রিভলিন ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্ট নির্বাচনে লিকুদ পার্টির প্রার্থী ছিলেন। সূত্র:এএফপি, জেরুজালেম পোস্ট।
See more at: http://www.timenewsbd.com/news/detail/15266.html#sthash.WBe0CPOv.dpu
বিষয়: বিবিধ
১৭৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা একটু উকি মেরে আসুন
মন্তব্য করতে লগইন করুন