ব্রাজেন্টিনা

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১২ জুন, ২০১৪, ১২:৩৭:০৯ দুপুর

কেউ বলে ব্রাজিল, কেউবা আর্জেন্টিনা

তোমরা যে যাহাই বল, আমি ব্রাজেন্টিনা।

আরো কত দল আছে তাদের কথা বলনা,

কেন শুধু দুটি দল ব্রাজিল আর আর্জেন্টিনা?



ফটোশপ ছবিতে Messi কে বানাও মেছোবাঘ,

Neimar নাকি প্লেয়ার নয়, করে শুধুই হাঁকডাক !

ভিক্টরী নাকি এনে দিবে, গোলকীপার Victor,

Sergio Romero শুনে বলে, চাপাবাজি বন্ধ কর।

মিডফিল্ডার Oscar করবে বল পাঠ পার,

শুনে এটা মুচকি হাসে Mariano Andujar.

দল নিয়ে বাড়াবাড়ি,

বন্ধুর সাথে মারামারি,

কথা কথায় কাটাকাটি,

কেন এত ফাটাফাটি?

দেখা যাক কি হয়,

খেলাটা হতে দাও।

তার চেয়ে চল সবে, এবার বলি ব্রাজেন্টিনা,

নয় শুধু ব্রাজিল, কিংবা শুধু আর্জেন্টিনা,

হার জিত কিছুতেই মন খারাপ হবেনা।


দেখা যাক কি হয়, হতে দাও শেষটা,

কার হাতে উঠে শেষে, ঐ বিশ্বকাপটা!


বিষয়: সাহিত্য

১৫৬০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234138
১২ জুন ২০১৪ দুপুর ১২:৪৫
১২ জুন ২০১৪ দুপুর ১২:৪৮
180799
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাহাহা।
234139
১২ জুন ২০১৪ দুপুর ১২:৪৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই কুনো দলরেই সাপোর্ট কইরতে পারমু না। যহন আমাগো বাংগাল দেশের দামাল আবালরা বিশ্ব কাপের জাতে উইটবার হারবো হেইদিন মুই জানামু কারে সাপোর্ট করণ যায়।
১২ জুন ২০১৪ দুপুর ১২:৪৮
180800
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নামে গ্যাঞ্জাম হলেও আপনি উচিত কথা কৈছেন ভ্রাতা। আহেন বুকে আহেন।
234144
১২ জুন ২০১৪ দুপুর ১২:৫২
চোরাবালি লিখেছেন : যেখানে যায় সেখানেই শুনি আপনি কোন দল করেন? আরে বাবা খেলা হবে কবে তাই তো জানি না। অন্যান্য নিউজ পড়েই তো শেষ করতে পারি না খেলার নিউজ পড়ব কি করে।
১২ জুন ২০১৪ দুপুর ০২:০৫
180829
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : :Thinking :Thinking :Thinking
234145
১২ জুন ২০১৪ দুপুর ১২:৫২
১২ জুন ২০১৪ বিকাল ০৪:৫২
180886
Sada Kalo Mon লিখেছেন : Applause Applause Applause Applause Happy>- Happy>-
234151
১২ জুন ২০১৪ দুপুর ০১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিও গ্যাঞ্জাম এর মত !!!!
তবে খেলা অবশ্যই দেখব
১২ জুন ২০১৪ দুপুর ০১:০৩
180810
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : রমযানের সময় খেলা মিস করবোনা একটাও ইনশাল্লাহ। তাহাজ্জুদ, সেহরীর পাশাপাশি খেলা। হুম।
234161
১২ জুন ২০১৪ দুপুর ০১:১০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি সব দল! ক‍ারণ কোন দল হারলে আর খারাপ লাগবে না। খেলা যদি বিনোদনের জন্য হয়ে থাকে, তবে বিনোদনই নিবো যতটুকু পারি...
১২ জুন ২০১৪ দুপুর ০২:০৫
180828
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Applause Applause Applause Applause
234189
১২ জুন ২০১৪ দুপুর ০২:৩২
হতভাগা লিখেছেন : ব্রাজেন্টিনা : মানে আপনি ২৫% ব্রাজিলের আর ৭৫% আর্জেন্টিনার সমর্থক ।

ব্রাজিন্টিনা হলে ভাল হয় - ব্রাজিলের ব্রাজি + আর্জেন্টিনার টিনা
১২ জুন ২০১৪ বিকাল ০৫:০৭
180899
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Angel Angel Angel Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
234225
১২ জুন ২০১৪ বিকাল ০৪:৫৭
Sada Kalo Mon লিখেছেন : আমি ব্রাজিল সাপোর্ট করি! বাট আমি চাই কোন মুসলমান দল যদি ফাইনালে উঠে তাহলে ভালো হয়.....
১২ জুন ২০১৪ বিকাল ০৫:০৭
180900
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১২ জুন ২০১৪ বিকাল ০৫:৪২
180919
হতভাগা লিখেছেন : আছে তো মুসলিম দেশ এই বিশ্বকাপে ।

ইরান-আলজেরিয়া যদি ফাইনাল হয় !?
১২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
180922
Sada Kalo Mon লিখেছেন : ফাটাফাটি হবে! ৥হতভাগা
234641
১৪ জুন ২০১৪ সকাল ০৮:৫৪
egypt12 লিখেছেন : আমি মুসলিম দেশ গুলোর সমর্থক Love Struck
১০
235406
১৬ জুন ২০১৪ দুপুর ০৩:৫১
ওয়াচডগ বিডি লিখেছেন : প্রথমে মুসলিম কান্ট্র তারপর এশিয়া মহাদেশ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File