ব্রাজেন্টিনা
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১২ জুন, ২০১৪, ১২:৩৭:০৯ দুপুর
কেউ বলে ব্রাজিল, কেউবা আর্জেন্টিনা
তোমরা যে যাহাই বল, আমি ব্রাজেন্টিনা।
আরো কত দল আছে তাদের কথা বলনা,
কেন শুধু দুটি দল ব্রাজিল আর আর্জেন্টিনা?
ফটোশপ ছবিতে Messi কে বানাও মেছোবাঘ,
Neimar নাকি প্লেয়ার নয়, করে শুধুই হাঁকডাক !
ভিক্টরী নাকি এনে দিবে, গোলকীপার Victor,
Sergio Romero শুনে বলে, চাপাবাজি বন্ধ কর।
মিডফিল্ডার Oscar করবে বল পাঠ পার,
শুনে এটা মুচকি হাসে Mariano Andujar.
দল নিয়ে বাড়াবাড়ি,
বন্ধুর সাথে মারামারি,
কথা কথায় কাটাকাটি,
কেন এত ফাটাফাটি?
দেখা যাক কি হয়,
খেলাটা হতে দাও।
তার চেয়ে চল সবে, এবার বলি ব্রাজেন্টিনা,
নয় শুধু ব্রাজিল, কিংবা শুধু আর্জেন্টিনা,
হার জিত কিছুতেই মন খারাপ হবেনা।
দেখা যাক কি হয়, হতে দাও শেষটা,
কার হাতে উঠে শেষে, ঐ বিশ্বকাপটা!
বিষয়: সাহিত্য
১৫৬০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে খেলা অবশ্যই দেখব
ব্রাজিন্টিনা হলে ভাল হয় - ব্রাজিলের ব্রাজি + আর্জেন্টিনার টিনা ।
ইরান-আলজেরিয়া যদি ফাইনাল হয় !?
মন্তব্য করতে লগইন করুন