বোকো হারামকে পরিহার করুন- মুহাম্মদ সা'দ আবুবকর
লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৬ মে, ২০১৪, ০৯:৩৪:০৯ রাত
নাইজেরিয়ার সশস্ত্র বিদ্রোহী সংগঠন বোকো হারামের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মুহাম্মদ সা'দ আবুবকর। বিদ্রোহী ঐ সংগঠনকে পরিহার করে চলার জন্য তিনি নাইজেরিয়ার সকল মুসলমানকে আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি রাজধানী আবুজা'র জাতীয় মসজিদে একটি ধর্মীয় সমাবেশে বক্তব্য দিয়েছেন মুহাম্মদ সা'দ আবুবকর। এসময় মুসল্লিদের সাথে দেশটির ভাইস-প্রেসিডেন্ট নামাদি সাম্বো উপস্থিত ছিলেন।
কানু'র আমির হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মদ সা'দ আবুবকর। অতীতে বিভিন্ন সময় বোকো হারাম তাঁকে হুমকি দিয়েছে।
সশস্ত্র সংগঠনটি গত মাসে বর্নো রাজ্যের চিবুক থেকে ২৩৪ ছাত্রীকে অপহরণ করে। অপহৃতদের উদ্ধারে সরকার যে তৎপরতা চালাচ্ছে, সে ব্যাপারে সরকারকে সহযোগীতা করার জন্য জনগণকে আহ্বান জানান ইসলাম বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান।
মুহাম্মদ সা'দ আবুবকর বলেন, ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। এক কন্ঠে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানানোর জন্য আমাদের জেগে উঠতে হবে। সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের নিন্দা করতে হবে। আমাদের অঞ্চলের শান্তি নিশ্চিত করার জন্য মুসলিম হিসেবে সর্বাত্মক চেষ্টা করতে হবে।
তিনি বলেন, দেশের অবস্থা খুবই মারাত্মক। আমরা সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করছি, যাদের কোনো সীমা নেই। সন্ত্রাসীরা সব জায়গায় আছে কিন্তু আমরা তাদের চিনতে পারি না।
ইসলাম বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান আরো বলেন, মুসলিম হিসেবে এবং নাইজেরিয়ান হিসেবে আমাদেরকে ঘনিষ্ঠ হতে হবে। নৃতাত্ত্বিক অথবা রাজনৈতিক বিভেদগুলোকে অসম্মান করতে হবে। নিরাপত্তাহীনতা নিয়ে রাজনীতি করা যাবে না। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/13684#sthash.4t1SLcYf.dpuf
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
==
অতএব রাজকীয় ওলামাদের বিকৃত বিবৃতি পেশ ও বিবিসি সিএনএন এর সংবাদ যাচাই না করে মুজাহিদদের বিরুদ্ধে প্রচার নিসন্দেহে আপনাকে পথভ্রষ্ট করে দিবে।
মন্তব্য করতে লগইন করুন