আর মাত্র ৩ দিন বাকি!!! এবার তুমিও হতে পারো হতে পারো লাক্স সুপার স্টার!

লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২৬ মে, ২০১৪, ০৯:২৩:২১ রাত





জী না! আমি লাক্স সুপার স্টার হতে চাইনা! দীপিকার মতো নায়িকার গায়ের দাম ই ২ টাকা!

২ টাকা ছাড় দিয়েছে জানাতে এতো দামী শরীর দেখাতে হয়!

আর আমি গেলে এক পয়সা ও পাবো কিনা সন্দেহ আছে!

হয়তো বলবে- আপাতত ইন্টার্ন করো। অভিজ্ঞতা হলেই পয়সা পাবে! আর অভিজ্ঞতা অর্জন করতে করতে নিজেই এক অভিজ্ঞতা হয়ে থাকব!

দুঃখিত! আমি লাক্স সুপার স্টার হতে চাইনা! আল্লাহর নফরমানি মূলক কাজে ইনশা আল্লাহ বলে ঝাপিয়েও পড়তে পারবো না। ( একজন দেখলাম , ইনশা - আল্লাহ ফ্রম তুলবো লিখেছে)

শরীর দেখিয়ে আগের যুগে পেট চালাত কারা?

এটা কে না জানে!

দুঃখিত! আমি এই যুগের দামী মডেল হতে পারবো না।

মডেল হয়ে একলা ফ্ল্যাটে বিষ খেয়ে পরে ও থাকতে পারবো না!

একেকদিন একেক প্রোডিউসার এর শয্যা সঙ্গী হয়ে আধুনিক বার বনিতা ও হতে পারবো না।

যেমন, শুনেছিলাম! আয়োজকদের কেউ কেউ নাকি বেশ নারী খাদক ও! ব্লগে অনেক লিখা হয়েছে এ ব্যাপারে!

দুঃখিত! নিছক সুন্দরের প্রদর্শন করে আমি আর ১০ টা সাধারণ মা বোন কে লালসার উপজীব্য করে তুলবো না! লালসার উপজীব্য করবো না ১৭ মাসের কন্যা শিশুকে। যে সুন্দর, মেয়ে কোন

আপনাদের দেওয়া এসব কোন ক্যাটাগরিতে ই পরে না!

আপনারা বলবেন- মেয়ে ! তুমি তো সুন্দর না বোধ হয়! না হয় কিছুই কি লুকানোর আছে!

আমি বলি- এমন সুন্দর নাইবা হলাম! যে সুন্দরে ক্ষত বিক্ষত অপবিত্র হয় শরীর! যে সুন্দর আমাকে কিছুই না লুকানোর শিক্ষা দেয়!

আপনারা বলবেন- আল্লাহ সুন্দর! তিনি সুন্দরকে ভালোবাসেন!

আমি বলবো- আল্লাহ বাহ্যিক সুন্দরের মুখাপেক্ষী নন! মনের পবিত্রতা আল্লাহ ভীতি ই আল্লাহর কাছে সুন্দর। নাহয় তো হাবশি গোলাম আর গৌড় বর্ণ আরবকে সমান ঘোষণা করা হতো না!

আপনারা বলবেন - আমরা খ্যাত! আন স্মার্ট!

আমি বলবো- আপনাদের স্মার্টনেসের খ্যাতা পুড়ি!

যে স্মার্টনেস আমাকে সুইসাইডে বাধ্য করে তা আমার লাগবে না।

আপনারা বলবেন- তোমরা এসবের যোগ্য না!

আমি বলবো- আমার যোগ্যতার জয়গানে আর কোন কালো মেয়ের যেন সংসার না পুড়ে। যে আপনাদের থেকে সুন্দর হওয়ার সার্টিফিকেট নিতে ব্যর্থ হয়েছে!

আপনারা বলবেন- পৃথিবী তোমায় ভুলে যাবে তুমি সুন্দর তা প্রমানে আজ ব্যর্থ যদি হও!

আমি বলবো- মৌসুমি, বিপাশা অপি করিমরা ও সুন্দর ছিল! সুন্দর ছিল শ্রী দেবী ও, ঐশ্বরিয়া রাই, রানী, প্রীতি জিন্তা ও! বুক কাঁপানো, দিল রাঙ্গানো মন জুড়ানো রেখা , হেমা মালিনী, জয়া বচ্চন ও।

এখন তাদের কেউ ফিরেও দেখেনা!

বিষয়: বিবিধ

১৭৭৯ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226684
২৬ মে ২০১৪ রাত ০৯:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : রুপ থাকলে দেখাতে সমস্যা কি আপু?
রুপ তো দেখানোর জন্যি নাকি? Thinking Thinking Thinking Worried Worried
২৬ মে ২০১৪ রাত ০৯:৪২
173601
সাফওয়ানা জেরিন লিখেছেন : :Thinking এক জনের রুপ হাজার জনের দুঃখ
২৬ মে ২০১৪ রাত ০৯:৪৩
173603
দুষ্টু পোলা লিখেছেন : সেটা আবার কি?
তয় আপু। মেহজাবিন যা না.. Love Struck Love Struck Winking Winking Worried
২৬ মে ২০১৪ রাত ১০:৩২
173623
আওণ রাহ'বার লিখেছেন : আপুতো দেখার ব্যাবস্থা করে দিয়েছেন।
226690
২৬ মে ২০১৪ রাত ০৯:৩৯
সুশীল লিখেছেন : দেখাও তোমার রুপে ঝলক Applause Applause
226694
২৬ মে ২০১৪ রাত ০৯:৪২
সাফওয়ানা জেরিন লিখেছেন : কি দরকার!
226701
২৬ মে ২০১৪ রাত ০৯:৫৬
হতভাগা লিখেছেন : একি কথা শুনি আজ মন্থরার মুখে !

কথায় আছে , মেয়েরা মুখে যা বলে মনে থাকে ঠিক তার বিপরীত ।

মজা ভালই নিতাছেন । আপনার এই পোস্টে অনেক মন্তব্য আসবে ।
২৭ মে ২০১৪ রাত ০১:১৫
173666
সাফওয়ানা জেরিন লিখেছেন : আপনি কি মনের কথা জানার মহান দায়িত্ব নিয়েছেন? মন্তব্য আসলে আপনার কোন সমস্যা?
226721
২৬ মে ২০১৪ রাত ১০:৩৩
নোমান২৯ লিখেছেন :






আপনিও দেখায় আসতে পারেন আপনার সুন্দর দেহটি ।তবে সে আপনি ষোড়শী হইলে উপর্যুপরি কিছু মিলতে পারে । না হয় ইহা আশা করা আর মরীচিকায় পানি দেখা একই কথা ।
২৭ মে ২০১৪ রাত ০১:১৫
173667
সাফওয়ানা জেরিন লিখেছেন : জী! সবাই বুঝেনা
226734
২৬ মে ২০১৪ রাত ১১:০৫
মনসুর আহামেদ লিখেছেন : আপনার লেখা থেকে, আয়োজকদের কেউ কেউ নাকি বেশ নারী খাদক।
এটা আজ সারা পৃথিবীতে চলছে।
২৭ মে ২০১৪ রাত ০১:১৬
173668
সাফওয়ানা জেরিন লিখেছেন : ;Winking Straight Face
226737
২৬ মে ২০১৪ রাত ১১:১২
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম আপু,
আমি আপনার লেখার একজন পাঠক কিন্তু আপনার এ লিখাটি না পড়তে পারার জন্য দুঃখিত।
প্লিজ মানুষের গুনাহ হবে এ ছবিটি দেখলে । ছবিটি পাল্টিয়ে দেবেন তাহলে লিখাটি পড়তে পারবো ইনশাআল্লাহ।
226747
২৬ মে ২০১৪ রাত ১১:২৫
বুঝিনা লিখেছেন : মৌসুমি, বিপাশা অপি করিমরা ও সুন্দর ছিল! সুন্দর ছিল শ্রী দেবী ও, ঐশ্বরিয়া রাই, রানী, প্রীতি জিন্তা ও! বুক কাঁপানো, দিল রাঙ্গানো মন জুড়ানো রেখা , হেমা মালিনী, জয়া বচ্চন ও।

এখন তাদের কেউ ফিরেও দেখেনা! Nail Biting Nail Biting Nail Biting
২৭ মে ২০১৪ রাত ০১:১৬
173669
সাফওয়ানা জেরিন লিখেছেন : Smug
226751
২৬ মে ২০১৪ রাত ১১:২৯
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগল...amader boonder ke saabdaan kora uchit..
১০
226767
২৭ মে ২০১৪ রাত ১২:১৬
ভিশু লিখেছেন : অমূল্য নারীকে প্রায় মূল্যহীন পণ্যে পরিণত করার অপচেষ্টার বিরুদ্ধে সচেতন-সুহৃদ নারীদেরই সবচে বেশি সোচ্চার হতে হবে! উন্নত লেখনির জন্য ধন্যবাদ! আপনার লেখাগুলো নিয়মিত এখানে পড়তে দিলে আরো খুশি হতাম! শুভেচ্ছা জানবেন!
২৭ মে ২০১৪ রাত ০১:১৭
173670
সাফওয়ানা জেরিন লিখেছেন : ধন্যবাদ। ইনশা- আল্লাহ এখন থেকে লিখবো টুডেতে।
১১
226773
২৭ মে ২০১৪ রাত ১২:২১
আমীর আজম লিখেছেন : কথা তো ভালই বলেছেন। কিন্তু ছবিটা পরিবর্তন করা দরকার। দুইটা দুই দিকে টেনে নিয়ে যাচ্ছে। অনেকটা দ্বিমুখী নীতি অবলম্বন করার মত।

আমার কমেন্টে আপনি কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি। কিন্তু গঠনমূলক সমালোচনা থেকে আমি একবিন্দুও পিছপা হব না।
২৭ মে ২০১৪ রাত ০১:১৮
173671
সাফওয়ানা জেরিন লিখেছেন : আচ্ছা। চেঞ্জ করে দিচ্ছি
১২
226781
২৭ মে ২০১৪ রাত ১২:৩৬
বিদ্যালো১ লিখেছেন : Likhati fb te porechilam. Valo laglo , akhon vognikulra a theke shocheton hoilei likhati sharthok hobe.
১৩
226794
২৭ মে ২০১৪ রাত ০১:১৮
সাফওয়ানা জেরিন লিখেছেন : ধন্যবাদ
১৪
226795
২৭ মে ২০১৪ রাত ০১:১৯
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো। নিয়মিত চাই Thinking
১৫
226865
২৭ মে ২০১৪ সকাল ০৮:১৭
Sada Kalo Mon লিখেছেন : ‘দেহ গেলে কি যায় বলো মন গেলে তো সবি যায়’ ওরা এই নীতি বিশ্বাস করে বলেই আজ এত উলঙ্গ হচ্ছে! একটি মাত্র চান্স পাওয়ার জন্য সম্পূর্ণ শরীর দেখিয়ে দিচ্ছে!
১৬
226873
২৭ মে ২০১৪ সকাল ০৮:৩৭
আওণ রাহ'বার লিখেছেন : বেশ গুরুত্বপূর্ণ লিখা অনেক ধন্যবাদ।
ফেসবুক এ আপনার অনেক লিখা পড়েছি এখানেও কন্টিনিউ হবেন আশা করছি।
আপনাকে স্বাগতম।
১৭
226934
২৭ মে ২০১৪ দুপুর ০১:০৩
সাফওয়ানা জেরিন লিখেছেন : ধন্যবাদ
১৮
228106
২৯ মে ২০১৪ রাত ০৮:৫৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File