আর মাত্র ৩ দিন বাকি!!! এবার তুমিও হতে পারো হতে পারো লাক্স সুপার স্টার!
লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২৬ মে, ২০১৪, ০৯:২৩:২১ রাত
জী না! আমি লাক্স সুপার স্টার হতে চাইনা! দীপিকার মতো নায়িকার গায়ের দাম ই ২ টাকা!
২ টাকা ছাড় দিয়েছে জানাতে এতো দামী শরীর দেখাতে হয়!
আর আমি গেলে এক পয়সা ও পাবো কিনা সন্দেহ আছে!
হয়তো বলবে- আপাতত ইন্টার্ন করো। অভিজ্ঞতা হলেই পয়সা পাবে! আর অভিজ্ঞতা অর্জন করতে করতে নিজেই এক অভিজ্ঞতা হয়ে থাকব!
দুঃখিত! আমি লাক্স সুপার স্টার হতে চাইনা! আল্লাহর নফরমানি মূলক কাজে ইনশা আল্লাহ বলে ঝাপিয়েও পড়তে পারবো না। ( একজন দেখলাম , ইনশা - আল্লাহ ফ্রম তুলবো লিখেছে)
শরীর দেখিয়ে আগের যুগে পেট চালাত কারা?
এটা কে না জানে!
দুঃখিত! আমি এই যুগের দামী মডেল হতে পারবো না।
মডেল হয়ে একলা ফ্ল্যাটে বিষ খেয়ে পরে ও থাকতে পারবো না!
একেকদিন একেক প্রোডিউসার এর শয্যা সঙ্গী হয়ে আধুনিক বার বনিতা ও হতে পারবো না।
যেমন, শুনেছিলাম! আয়োজকদের কেউ কেউ নাকি বেশ নারী খাদক ও! ব্লগে অনেক লিখা হয়েছে এ ব্যাপারে!
দুঃখিত! নিছক সুন্দরের প্রদর্শন করে আমি আর ১০ টা সাধারণ মা বোন কে লালসার উপজীব্য করে তুলবো না! লালসার উপজীব্য করবো না ১৭ মাসের কন্যা শিশুকে। যে সুন্দর, মেয়ে কোন
আপনাদের দেওয়া এসব কোন ক্যাটাগরিতে ই পরে না!
আপনারা বলবেন- মেয়ে ! তুমি তো সুন্দর না বোধ হয়! না হয় কিছুই কি লুকানোর আছে!
আমি বলি- এমন সুন্দর নাইবা হলাম! যে সুন্দরে ক্ষত বিক্ষত অপবিত্র হয় শরীর! যে সুন্দর আমাকে কিছুই না লুকানোর শিক্ষা দেয়!
আপনারা বলবেন- আল্লাহ সুন্দর! তিনি সুন্দরকে ভালোবাসেন!
আমি বলবো- আল্লাহ বাহ্যিক সুন্দরের মুখাপেক্ষী নন! মনের পবিত্রতা আল্লাহ ভীতি ই আল্লাহর কাছে সুন্দর। নাহয় তো হাবশি গোলাম আর গৌড় বর্ণ আরবকে সমান ঘোষণা করা হতো না!
আপনারা বলবেন - আমরা খ্যাত! আন স্মার্ট!
আমি বলবো- আপনাদের স্মার্টনেসের খ্যাতা পুড়ি!
যে স্মার্টনেস আমাকে সুইসাইডে বাধ্য করে তা আমার লাগবে না।
আপনারা বলবেন- তোমরা এসবের যোগ্য না!
আমি বলবো- আমার যোগ্যতার জয়গানে আর কোন কালো মেয়ের যেন সংসার না পুড়ে। যে আপনাদের থেকে সুন্দর হওয়ার সার্টিফিকেট নিতে ব্যর্থ হয়েছে!
আপনারা বলবেন- পৃথিবী তোমায় ভুলে যাবে তুমি সুন্দর তা প্রমানে আজ ব্যর্থ যদি হও!
আমি বলবো- মৌসুমি, বিপাশা অপি করিমরা ও সুন্দর ছিল! সুন্দর ছিল শ্রী দেবী ও, ঐশ্বরিয়া রাই, রানী, প্রীতি জিন্তা ও! বুক কাঁপানো, দিল রাঙ্গানো মন জুড়ানো রেখা , হেমা মালিনী, জয়া বচ্চন ও।
এখন তাদের কেউ ফিরেও দেখেনা!
বিষয়: বিবিধ
১৭৭৯ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রুপ তো দেখানোর জন্যি নাকি?
তয় আপু। মেহজাবিন যা না..
কথায় আছে , মেয়েরা মুখে যা বলে মনে থাকে ঠিক তার বিপরীত ।
মজা ভালই নিতাছেন । আপনার এই পোস্টে অনেক মন্তব্য আসবে ।
আপনিও দেখায় আসতে পারেন আপনার সুন্দর দেহটি ।তবে সে আপনি ষোড়শী হইলে উপর্যুপরি কিছু মিলতে পারে । না হয় ইহা আশা করা আর মরীচিকায় পানি দেখা একই কথা ।
এটা আজ সারা পৃথিবীতে চলছে।
আমি আপনার লেখার একজন পাঠক কিন্তু আপনার এ লিখাটি না পড়তে পারার জন্য দুঃখিত।
প্লিজ মানুষের গুনাহ হবে এ ছবিটি দেখলে । ছবিটি পাল্টিয়ে দেবেন তাহলে লিখাটি পড়তে পারবো ইনশাআল্লাহ।
এখন তাদের কেউ ফিরেও দেখেনা!
আমার কমেন্টে আপনি কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি। কিন্তু গঠনমূলক সমালোচনা থেকে আমি একবিন্দুও পিছপা হব না।
ফেসবুক এ আপনার অনেক লিখা পড়েছি এখানেও কন্টিনিউ হবেন আশা করছি।
আপনাকে স্বাগতম।
মন্তব্য করতে লগইন করুন