ব্রাদারহুডের আরও ৬৮২ নেতা-কর্মীর বিচার শুরু

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৫ মার্চ, ২০১৪, ০৭:১৯:৫৮ সন্ধ্যা





ব্রাদারহুডের প্রধান মুহাম্মদ বাদিই

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি’র দল ব্রাদারহুডের আরও ৬৮২ নেতা-কর্মীর বিচার মঙ্গলবার শুরু হয়েছে।

এর আগে সোমবার দলটির ৫২৯ নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড দেয় মিনা প্রদেশের একটি আদালত। রায় ঘোষণার একদিন পর আজ ঐ একই আদালতে ৬৮২ জনের বিচার শুরু হয়েছে।

আদালতে যারা বিচারের মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে ব্রাদারহুডের প্রধান মুহাম্মদ বাদিই'র (৭০) নাম রয়েছে।

ব্রাদারহুডের ৬৮২ নেতা-কর্মীর বিরুদ্ধে দুই পুলিশ হত্যার অভিযোগ আনা হয়েছে। গত আগস্টে কায়রোতে সংগঠনটির সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার পর সৃষ্ট সহিংসতায় ওই দুই পুলিশ নিহত হয়।

অনিয়মের অভিযোগ এনে মঙ্গলবারের কোর্ট সেশন বয়কট করেছেন বিবাদীদের আইনজীবীরা।

বিবাদীদের একজন আইনজীবী আদেল আলী রয়াটার্সকে বলেন "আমরা (আদালতে) উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি... কারণ বিচারক ফৌজদারি দণ্ডবিধি লঙ্ঘন করেছেন এবং আইনজীবীদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেননি"। তিনি আরো বলেন, বিবাদীদের মধ্যে ৭৭ জন আছেন হাজতে । বাকিরা জামিনে অথবা পলাতক রয়েছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবারের রায়ের নিন্দা জানিয়ে বলেছেন, যথাযথ তদন্ত ছাড়াই মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। ইখওয়ানুল মুসলিমিন বলেছে, মিশরীয় আদালতের এ রায় মানবতা ও বিচারের সব মানদণ্ড লংঘন করেছে। সূত্র: রয়াটার্স, ওয়ার্ল্ডবুলেটিন, আইআরআইবি

মনে চাইলে মিশরের ভাইদের নিউজটি শেয়ার করতে পারেন নিচের লিংক থেকে

- See more at: http://www.timenewsbd.com/news/detail/7836#sthash.lntlMTTe.dpuf

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197859
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ আমরা তোমার সাহায্য চাই ,,মজলুম ভাইদের রক্ষা করুন
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:২১
147839
অরুণোদয় লিখেছেন : কে সঠিক আর কে বেঠিক সেটা সময়ই বলে দিবে।
197891
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:০৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : সব বিচারকের সর্দার মহান আল্লাহর কাছে এইসব মজলুমদের জন্য বিচার দিলাম।
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:২১
147840
অরুণোদয় লিখেছেন : ভয় নেই । ভয় করি না। এই দিন দিন না আরো দিন আছে।
197964
২৫ মার্চ ২০১৪ রাত ১০:২৯
হতভাগা লিখেছেন : সবগুলোকে কি কাদের মোল্লার মত ফাঁসিতে ঝুলাবে ভাইয়া ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File