কি চমৎকার দেখা গেলো,ব্লগারদের ছবি যত

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৫ মার্চ, ২০১৪, ০৭:০৯:১৫ সন্ধ্যা
মুই স্যরি। আফনারারে না খইয়া আফনারার ছবি দিয়া পোষ্ট দিছি।
কি পবিত্র একখান চেহারা।
এত সুন্দর হাসিমাখা মুখ খুবই কম দেখা যায়।
কি ভাই যুদ্ধে যাচ্ছেন না কি ?
ইয়া মাবুদ আমি এখন কিতা খরতাম।
আকাশের দিকে কি দেখেন ভাই ?
বাক প্রবাসের ছা।
কি ব্লগ লিখতেছেন না কি ?
সুন্দর ছবি ।
নায়ক ভাবতে পারে যে কেও।
এত উদাস কেন ?
দুষ্ট পোলা দুষ্টামিতে ব্যস্হ।
আপনারা কোথায় ? দেশ যে আজ যায় যায়।
সাগর তীরে দাড়িয়ে একা, আছে যেন আস্ত বোকা।হেহে
বস, ফোনে কি বই পাবলিষ্টের অর্ডারটা রাখলেন ?
আমিতো ভাবছিলাম শাহরুখ খান কি না ?
সত্যি হতভাগা।
আহহা।
লজ্জায় মুখ লুকাচ্ছেন না কি ?
বাংলার দামাল মেয়ে আমার সোনার বাংলা গাইতে যাচ্ছে।
মা শা আল্লাহ এত চমৎকার হাসিতে যেন মুক্ত ঝরে।
কো্থায় জিম করেন জনাব ?
কিছুই বললাম না।


যে ফুল আর শিশুদের ভালবাসেনা সে মানুষ খুন করতে পারে। 
এত ভালবাসা রাখবো কোথায় ?

নায়ক ফেইল।
মানুষ বেআক্কেল হলে কি হবে মুরগাটা কিন্তু.............।
ছবি বলছে আগামিতে নামে নয় কাজেও সরকারে যেতে পারেন।
চুক চুক,পানির মাঝে অর্ধেক ডুব।
আবছা আধারে।
কিতা খরতাম, এখন আর লেখালেখি বাদ দিতে অইবো। এখন আর খুউব মানষে ফড়েনা। আমার লেখাগুলান না হয় বাদ দিলাম, অনেক ভালো ভালো লেখক হখলোর লেখাও দেখি ফড়া অয় কম। মডুরা আছইন নিজেরে নিয়া ব্যাস্ত। তিনারা কিতা খররা আর তিনারারে বাতাস দিয়া পোষ্ট, সব দেখবা নির্বাচিত পোষ্টে লটখাইন আছে। আরে ভাই নতুন নতুন মানষর নতুন নতুন লেখালুখা তুরাতুরি দিলে ওরাও মজা পাইতো,ব্লগে নিয়মিত অইতো। ব্লগের পাঠক বাড়তো, আমরাও লেখতে মজা পাইতাম।দিন দিন পাঠক কমের হি দিকে কোন খেয়াল নাই।সিলটি লিখলাম,না বুঝলে জানান দিবেন।
(একটু মজা করিলাম)
বিষয়: বিবিধ
২০১৩ বার পঠিত, ৬৯ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
আপনার এটা এক নতুন ফন্দি। ব্লগে সম্তা জনপ্রিয়তা পাবার জন্য ছবি নিয়ে পোস্ট। মডুদের বলতে হবে, ব্রগে এসব অনিয়ম চর্চা বন্ধ করতে।
কারণ বেঁচে থাকার সময় মানুষ তাকে মনে করেছে দুনিয়ার সবচেয়ে খারাপ লোক হিসেবে । এখনও মানুষ কাউকে স্বৈরাচার বলতে চাইলে তারই সাথে তুলনা করে ।
তার মারা যাবার পর মানুষ এখন দেখতে পাচ্ছে সে যে কাজ করছিল তা আপাত অশান্তির মনে হলেও এখন তা হত শান্তি রক্ষার ও আনার কাজ ।
এই হতভাগা তার কাজ অসমাপ্ত যে কাজ রেখে গেছেন তা দুনিয়াবাসীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে আছে ।
১৯৮৪ সালে সিলেট রেডিওত সিলেটী ভাষায় আমার পয়লা নাটক অভিনয় এবং সম্প্রচার অয়ছিল। অউ সময় সেলেট রেডিও'র নাটক প্রজোযক পরিচালক আছলা তারার লগে এইসব বানান আর কথ্য রিতী লইয়া আমার বেশ কিছু আলোচনা আর শিক্ষা থাকিয়া আমার অভিজ্ঞতা কইলাম। মনে কুন্তা করইন না যে।
এই ব্যাকরণ সব জাহাত ছলেনা।
আরেকটা কথা, আমার মন্তব্যকে এভাবে নেবেন এবং রেগে যাবেন জানলে এই মন্তব্য করতাম না।
তাইলে খউককাঃ আফনার বাড়ী খই? আর মেকুরে হুকইন লইয়া খই গেছে?
ভালো...
আমি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। আমার লেখা ব্লগগুলো অনেক চেষ্টা করেও মান সম্মতভাবে উপস্থাপন করতে পারি না। এটা আমার অযোগ্যতা ও অদক্ষতার প্রামাণ। এ কারণে আমার লিখিত ব্লগের পাঠকও কম। তাই বিভিন্ন নামকরা ও বিখ্যাত ব্লগারদের প্রোফাইল ছবি দিয়ে পোস্ট করা আপনার এ ব্লগটিতে আমার প্রোফাইল ছবি দেখে তেমন খুশী হওয়ার কিছু নেই।
তার পরেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিখ্যাতদের মাঝে আমার মত একজন অখ্যাত ব্যক্তির প্রোফাইল ছবি যোগ করার জন্য।
পিটের চামড়া থাকতনা
কিতার লাগি ?(কি জন্য)
মন্তব্য করতে লগইন করুন