বাড়ি ফিরল ১,১০০ বাস্তুচ্যুত পরিবার

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১১ মার্চ, ২০১৪, ০৭:১০:০৫ সন্ধ্যা



কর্তৃপক্ষের আশ্বাসের পর তিন দিনে ইরাকের পশ্চিম আনবার প্রদেশের রাজধানী রামাদি'তে ফিরল ১,১০০ পরিবার। সম্প্রতি এই প্রাদেশিক রাজধানীতে সহিংসতা শুরু হলে পরিবারগুলো বাস্তুচ্যুত হয়েছিল।

প্রাদেশিক কাউন্সিলের ডেপুটি প্রধান ফালেহ আল-এসাওয়ি বলেছেন,"আবাসিক এলাকায় পুলিশ মোতায়েন করার পর এখন রামাদি স্থিতিশীল"। তিনি আরো বলেন, সামরিক অভিযানের সময় বাড়ি-ঘর ও সম্পত্তির যে ক্ষয়-ক্ষতি হয়েছে সেটার পারিমাণ নির্ণয় করছে একটি বিশেষ কমিটি।

স্থানীয় জঙ্গীদের বিরুদ্ধে সম্প্রতি পরিচালিত সামরিক অভিযানে যাদের বাড়ি ধ্বংস হয়েছে, তাদের জন্য ১৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে কর্তৃপক্ষ।

সরকারি হিসেব অনুসারে, সহিংসতার কারণে গত বছরের ডিসেম্বর মাস হতে এ পর্যন্ত প্রায় ৬০,০০০ হাজার পরিবার রামাদি'র নিজ নিজ বাড়ি ছেড়ে আশেপাশের এলাকায় আশ্রয় নিয়েছে।

সুন্নি-মুসলমান অধ্যুষিত আনবার প্রদেশের রামাদি ও ফালুজা শহর জঙ্গী মুক্ত করতে ডিসেম্বর মাসে আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করে সরকার। এরপর সহিংসতা শুরু হলে শহর দু'টির শত শত মানুষ নিহত এবং আহত হয়। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন - See more at: http://www.timenewsbd.com/news/detail/6612#sthash.2qcsbIro.dpuf

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190698
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
শিশির ভেজা ভোর লিখেছেন : নিঃসন্দেহে ভালো খবর।
190712
১১ মার্চ ২০১৪ রাত ০৮:০৬
সজল আহমেদ লিখেছেন : খবরটি বিডিটুডেতে প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ
190775
১১ মার্চ ২০১৪ রাত ০৮:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
190779
১১ মার্চ ২০১৪ রাত ০৮:৫৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ।
190807
১১ মার্চ ২০১৪ রাত ০৯:১৮
বশর সিদ্দিকী লিখেছেন : আমি এই পৃথিবীতে এই মুহুর্তে সবচেয়ে বেশি ঘৃনা করি আলকায়দা কে। ইসলাম কায়েমের নামে অযথাই গনহারে মুসলামান হত্যা করেই যাচ্ছে যা দেখে ইহুদিরা হাসছে আর টিটকারি মারছে।
১৫ মার্চ ২০১৪ সকাল ১১:০৯
143268
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনি না জেনে কিভাবে কারো নামে অপবাদ দেন? সিরিয়াতে কারা ১১০০০ মানুষ কারাগারে হত্যা করেছে? আলকায়েদা? কয়েকলাখ সুন্নী হত্যা, হাজার হাজার নারী ধর্ষণ কারা করেছে? আলকায়েদা? সিরিয়ায় আসাদের বিরুদ্ধে পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র সহায়তা কারা পেয়েছে? আলকায়েদা? নাকি এফএসএ??? ইরাকে কারা ক্ষমতায়? শিয়ারা। ইরাকে সুন্নীরা কি কারণে সহিংসতায় কেন জড়ালো? আপনার বুদ্ধি-জ্ঞান, ঘৃণা কোথাও থাকে যখন শিয়া কারাগারে শত শত নারীকে নিজের আপন বাপ-ভাই,স্বামীর সামনে শিয়ারা ধর্ষণ করে? মালালাকে নাকি তালেবানরা মেরেছে। আসলেই কি সত্যি? পাকিস্তানে কিছুদিন যাবত পাকিস্তান সেনাবাহিনী জঙ্গী দমনের নামে সোয়াত, ওয়ারিজিস্তানে যে গণহত্যা চালাচ্ছে তা কি জানেন? ইরাকে মিডিয়ার নিরবতায় সুন্নীদের উপর গণহত্যা-ধর্ষণ এহেন কোন কাজ নেই যা হচ্ছেনা। আলকায়েদা-তালেবান আফগান, সিরিয়া, ইরাকের এসব মানুষগুলোকে বাঁচানোর জন্যই তরুণদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। প্রতিরোধে যখন তারা কসাই শিয়া সেনাবাহিনীর মোকাবেলা করছে তখন মিডিয়া তাদের সন্ত্রাসী সাজিয়ে উপস্হাপন করছে আর আপনার মত লোকেরা ইহুদীদের টাকায় চলা বিবিসি, সিএনএনে, আলজাজিরায় খবর দেখে তাদের গালাগালি করছেন। আসাদ,মালিকি আর তাদের প্রভূ আম্রিকা-ইউরোপের গণহত্যা-ধর্ষণের হাজার হাজার খবর আপনার দেখা মিডিয়াগুলোতেই আসে কিন্তু কতবার প্রচার হয়েছে যে, তালেবান, আল কায়েদা দ্বারা ধর্ষণ হয়েছে? গণহত্যা?? হাস্যকর। সত্য জানুন। যখন বাংলাদেশী মিডিয়া বিরোধীদের ব্যাপারে কিছু বলে তখন আপনারা দাবি করেন, নাহ! এসব মিথ্যা-অসত্য। অথচ সেই একই মিডিয়া যখন তালেবান-আল কায়েদাকে নিয়ে হাজারটা মিথ্যা খবর প্রচার করে তখন আপনারাই বলেন, ঠিক ঠিক! দেখছো কত্ত বড় সন্ত্রাসী। মুসলিম মারে। তখন মিডিয়াই ঠিক।
210624
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৩
অজানা পথিক লিখেছেন : thanks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File