দুঃখ-কষ্ট গোছাতে শেখ সাদীর একটা অনন্য ছোট্ট গল্প।
লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ১১ মার্চ, ২০১৪, ০৭:০৩:৩৫ সন্ধ্যা
শেখ সাদীর প্রত্যেকটা গল্প, কবিতা আমার ভিষণ রকম ভালো লাগে কেননা তাতে শেখার থাকে অনেক। শেখ সাদীর ছোট্ট একটা গল্প পড়ছিলাম তাই হুবহু লিখলাম।
একজন ব্যবসায়ী। খুব বুদ্ধিমান। কিন্তু বেচারা হঠাৎ করে ব্যবসায় বেশকিছু টাকা লোকসান করে ফেলল। কী আর করা! ব্যবসা করতে গেলে লাভ -লোকসান তো থাকবেই। ব্যবসায়ীর একটি মাত্র পুত্র। সে বাবার সঙ্গে ব্যবসা করত। পিতা একদিন পুত্রকে ডেকে বললেন -লোকসান হয়েছে বলে ভেঙে পোড়ো না। লোকসানের কথা লোকজনকে বলার দরকার নেই।
পুত্র তো এই কথা শুনে অবাক!
কেন বাবা?
বুদ্ধিমান ব্যবসায়ী -পিতা তখন বললেন -লোকসানের দুঃখেই আমরা কাতর। লোকে যদি জানতে পারে তবে দুঃখ হবে দ্বিগুণ। ক্ষতির দুঃখ আছেই, তার উপরে লোকে জানলে আমাদের নিয়ে হাসিঠাট্টা করবে, অহেতুক উপহাস করবে -সেই দুঃখ সহ্য আরো কঠিন হবে।
যদিও খুব অন্যায় তবু লোকে অন্যের বিপদ দেখলে আনন্দিত হয়।
বিষয়: বিবিধ
১৫৫৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক তাই।
অনেক ধন্যবাদ
বারাকাল্লাহ,
জাজাকাল্লাহুল খাইরান।
মন্তব্য করতে লগইন করুন