হায় নেত্রী হায়!!!
লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ৩০ নভেম্বর, ২০১৩, ০৭:৫২:৫৪ সন্ধ্যা
বাস্তবতা বইয়ের পাতা
দুটোই যখন দুইমুখো
দেশের আশার হবে কি বল?
নেত্রী যখন এক রুখো ।
মরছে মানুষ জ্বলছে গাড়ি
পুড়ছে আম জনতা
তবু তাহার কথার বাহার
বাড়ছে আস্থাহীনতা ।
কিসের আবার অপর পক্ষ
লাগবে নাকি আবার সখ্য
আই ডোন্ট কেয়ার
পলি-টিক্স এ আমি দক্ষ ।
আমার চাই ক্ষমতা
মরছে মরুক জনতা
দেশ হলেই অচল
হবে ক্ষমতার রদ বদল ।
সুশীলের মিছিলে
ভূরি ভূরি যুক্তি
কারো সাথে হাতে হাতে
হয়ে গেছে চুক্তি।
পরদেশীর বাজছে বাঁশি
সিগন্যাল বুজা দায়
ব্যাকুল চোখে তার দিকে
হায় নেত্রী হায়!!
কি হবে তা জানিনা
হাব ভাব কিছু বুঝিনা
আমি সাধারন জনগন
স্বাধীন দেশে চাই স্বাধীন জীবন।।
বিষয়: সাহিত্য
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন