হেফাজতে ইসলাম যে কুরআন পোড়ায় নি তার ব্যাখ্যা

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ০৬ মে, ২০১৩, ০৬:৪২:২১ সন্ধ্যা

১।নামে মুসলিম কামে মুসলিম এই দুইদলের একদলও কুরআন পোড়ানোর দুঃসাহসকরবেনা।

২।দায় চাপাতেঃসুস্থ মুসলিম হোক সে নামে মুসলিম কারো উপর দায় চাপাতে কুরআন পোড়ানোর মত ঘৃনিত কাজ তারা কখনোই করবে না।সুস্থ মস্তিষ্কের মুসলিম সচক্ষে দেখা ছাড়া এটা বিশ্বাস করবেনা।

৩।মিডিয়ার চোখঃ২২-২৩টি চ্যালেনের মধ্যে দু তিনটি ছাড়া বাকী সবাই হেফাজতে ইসলাম বিরোধী।একটা দলের বিরোধী হয়ে তাদের সম্পর্কে কুৎসা রটানোর সব চেষ্টায় তারা করবে।আমি জানি না যদি সত্যিকারের কুরআন পোড়ানো হয়ে থাকে তবে কে করেছে এটার তথ্য যাচাই না করেই মিডিয়া বলে দিবে এটা হেফাজতে ইসলামের কাজ।এটা মিডিয়া বিশ্লেষকরা নির্দ্ধিধায় বলে দিতে পারবে।আমরা বিএনপি আলীগের কার্যক্রম দেখিনা।একটা কুকুর যদি অজ্ঞান হয় তবে সরকার বলবে এটা বিরোধী দলের কাজ।প্রয়োজনে সেই কুকুরের ঘেউ ঘেউ কে ভুল অনুবাদ করে বিরোধী দলের বিরুদ্ধাচারণ করবে।মিডিয়া যখন হেফাজতের বিরোধী তাই তাদের সংবাদ নির্ভরযোগ্য নয়।

৪।ইমেজ রক্ষাঃ হেফাজত ইসলাম রক্ষার আন্দোলন করছে।যদি তর্কে খাতিরে ধরেও নিই যে তাদের উদ্দশ্য অসৎ তাহলে তারা তাদের ইমেজ রক্ষার জন্য হলেও এ কাজটি করবে না।

৫।জামায়াতের অনুপ্রবেশঃ হেফাজতের আন্দোলন জামায়ের কোন ক্ষতি করছে না।হেফাজতের কর্মসূচী তাদের পরোক্ষ ভাবে হলেও সাহায্য করছে।তাই তারা কখনোই চাইবেনা হেফাজতের ইমেজ নষ্ট হোক।গোলাগুলিতে তাদের অংশগ্রহন থাকলেও থাকতে পারে কিন্তু কোরান পোড়ানোয় তার অংশগ্রহন থাকাটা ভিত্তিহীন।

৬।বিএনপির কেউঃবিএনপি শুরু থেকেই হেফাজতে ইসলামকে সমর্থন দিচ্ছে তাই তাদের ইমেজ নষ্ট হোক এমন কোন কাজ বিএনপি করবেনা।

৭।লীগের কেউঃ সরকার তথা আলীগের সবাই হেফাজতে ইসলামের তীব্র বিরোধী। তাদেরদলের অবস্থা খারাপ।তাদের নির্দেশনা দেয়া হয়েছে হেফাজতকে প্রতিহত করার জন্য।যারা দিন দুপুরে মানুষ খুন করতে পারে তারা এ কাজটিও করতে পারে।এটা আমার আশংকা।

৮।দূর্ঘটনাঃ পুলিশ গুলির বৃষ্টি করেছে।বোমা মেরছে।টিয়ারশেল মেরেছে।সব কিছুই এলোপাতারি।দেখে না দেখে আন্দাজেও গুলি বোমা নিক্ষেপ করে।সেক্ষেত্রে দূর্ঘটনা জনিত কারানেও দোকানে আগুন লেগে কুরআন পোড়তে পারে।

তবে এটা নির্দ্বিধায় বলা যায় কুরআন পোড়ানোর সাথে হেফাজতে ইসলামের সংশ্লিষ্টতা থাকাটা ভিত্তিহীন

মহাত্বা গান্ধী বলেছিলেন,"ইন্ডিয়াতে গনতন্ত্রের প্রয়োজন নাই,যদি ওমর ফারুকের মত একজন সৈরশাসক থাকে"আমরা ওমর ফারুক (রঃ)মত একজন সৈরশাসক চাই।

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File