প্রধানমন্ত্রীর নরম সুর সস্থির আশা তবে

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ০৪ মে, ২০১৩, ১২:১৫:২৬ দুপুর

গতকাল ৩রা মে ২০১৩তারিখ বিকেলে প্রধানমন্ত্রী হঠাৎ সংবাদ সম্মেলন করে।মনোযোগ দিয়ে পুরো বক্তব্য শুনলাম।শুনতে খারাপ লাগেনি কত নমনীয় সুরে বক্তব্য দিলেন।তবে প্রতিটি পয়েন্টের উত্তরের শেষে 'করেছি' 'করে ফেলেছি' এই শব্দ দুটি ছিল।এটা প্রধানমন্ত্রী সব সময় করেন।আর খালেদা জিয়া কথা বলতে ব্যবহার করে 'ইয়ে করতে গিয়ে ইয়ে করেছে' কিংবা 'ইয়েটা করব'।

যাহোক প্রধানমন্ত্রীর বক্তব্যে আসি।

হেফাজতে ইসলামের ১৩দফার প্রায় সবটাই খুটিয়ে খুটিয়ে বিশ্লেষণ করে।মনে হয় হেফাজতে ইসলাম কে শান্ত করতে কিংবা তাদের যথার্থ উত্তর দিতে কিংবা তাদের উত্থানকে ভয় পেয়ে এই সংবাদ সম্মেলন ডাকে।যাহোক প্রতিটা পয়েন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করেন।নারী পুরুষের মেলা মেশা বন্ধ করা যাবেনা এই বাক্যটি খুব ছোট করে শান্ত স্বরে নমনীয় স্বরে উচ্চারন করে।বেশীর ভাগ দাবীই সমর্থন করে দাবি পূরন করেছেন বা করবেন বলে আশ্বাস দেন।পুরো বক্তব্যের ৮০ অংশ জুড়ে ছিল হেফাজত প্রসঙ্গ।কিন্তু প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা হেফাজত প্রসঙ্গটা গুরত্ব দেয়নি।তারা সংলাপ নিয়ে ব্যস্ত ছিল।সংলাপের আহ্বান করতে সাভার ট্যাজিডি পর্যন্ত অপেক্ষা করতে হল কেন?মুন্নি সাহার

এই প্রশ্নের জবাব ঘুরিয়ে পেছিয়ে দেন।সঠিক উত্তর আমরা পায়নি।মোটামুটি আক্রমাত্মক বক্তব্য পরিহার করেন।খালেদাকে প্রশ্ন করা থেকেও বিরত থাকেন।এই কাজটি তিনি সব সময় করতেন।তার প্রতিটা বক্তব্য আমরা দেখি তিনি খালেদা জিয়াকে প্রশ্ন করেন "আমি বিরোধীদলীয় নেত্রীকে প্রশ্ন করতে চাই উনারা কেন এটা করলেন না"? যাহোক উনার বক্তব্যের বৈশিষ্ট্য থেকে কিছুটা হলেও বেরিয়ে আসেন।এবার প্রশ্ন হঠাৎ করে এতটা কোমলতা এবং নমনীয়তার কারন কি?

কারন নিয়ে আমি ঘাটাঘাটি করব না।আমি আশাবাদী।আশা করি প্রধানমন্ত্রীর হয়তো সুমতি হয়েছে।তবে এই আশাটা অতি দুর্বল আশা।একমাত্র প্রধানমন্ত্রীই পারেন আশাটা পূরন করতে।তার সদিচ্ছা কতটুকু তা টের পেতে বেশীদিন অপেক্ষা করতে হবেনা।সত্যিই যদি নেত্রী সুমতি হয় তবে সেটা পছন্দ হবে না তার দলে থাকা আদর্শচ্যুত বামদের।আজকের বক্তব্য যদি সদিচ্ছার হয় তবে বামরা এটা সহজ ভাবে নেবেনা।তারা আশাহত হবে এবং তাদের অপচেষ্টায় জোর দেবে।তাই প্রধানমন্ত্রীকে বামদের পরামর্শ এড়িয়ে যাওয়ার আহ্বান জানায়।৪এবং৫মে আন্দোলন স্থগিতের আহ্বানের সাথে আমি একমত নই।বিশেষ করে হেফাজতের আন্দোলন হবে সরকারের মতি গতি,বাম এবং হেফাজত বিরোধীদের পরীক্ষা।এই পরীক্ষা দিতে চাইছেনা তারা।তবে জনগনের সাথে পাল্লা দেওয়া যাবে না।এটা যদি প্রকৃত পক্ষে ইসলাম হেফাজতের আন্দোলন হয় তবে আন্দোলন কারীদের হত্যার হুমকি দিয়ে কিংবা হত্যা করলেও তারা তাদের দাবী থেকে সরে আসবে না।কারন প্রকৃত ইসলামিক আন্দোলন হলে তারা মরলে হবে শহীদ।

সবশেষ প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য যেন কাজে আমরা দেখতে পায় তবেই আশা পূরন হবে।

.

.

"তারপরেও আশায় থাকি

আগামীর খবর রাখি

বারবারই তারা দেয় ফাঁকি

এরপরেও সপ্ন আঁকি

আমী ভীষণ আশাবাদী"

বিষয়: রাজনীতি

১৪৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File