যাচ্ছি কোথায়? যাব কোথায়?
লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ১৮ এপ্রিল, ২০১৩, ১০:০৭:৪৭ রাত
স্তব্দতা নিরবতা ব্যাকুলতার গান,
অনাচার অবিচার ব্যাভিচারের স্লোগান।
অন্ধকার চিত্কার হাহাকারের গ্লানি,
জেগে ঘুমিয়ে ক্ষয়ের ভয়ে কিছু জেনেও না জানি।
ব্যস্ততার রাস্তায় পেছনে নাহি চায়,
ধুঁকছেও ছুটছেও কিন্তু কোথায়?
রন্ধ্রের বন্ধে বাড়ছে দ্বন্দ্ব,
ছন্দের আনন্দে অকারনে মুগ্ধ।
হাসি খুশি মিষ্টি বাঁশির করুন সুর,
অভিনয়ের নয়ে ছয়ে আমরা অনেক দূর।
আস্তিক নাস্তিকের কর্মটা সমান
তবুও হাবুও আস্তিকের গুনগান।
ঢোলের কলোরল আবোল তাবোল
বিশ্বাসীর নিঃশ্বাসে সর্পের ছোবল।
অন্তরঙ্গ সপ্নবঙ্গ ব্যঙ্গ চারদিক,
যুক্তির উক্তি শক্তি হারিয়েছি ঠিক।
আইনের ফাইন গুনি শুনিনা কিছুই
মলা ঢেলা মাছ মোরা বোয়ালতো নই।
সব ভান সব ফান লাগবে মোটা রান
আশির বাঁশিতেও হবে না ডান।
মনারা ফানা চেয়ে গায়ছেগানা
সবুজেরা অবুঝ হয়ে দিচ্ছে হানা।
কলমের মলমটা ঝলমল করছে
খবরের ব্যবহার নড়বড়েই ঠেকছে।
যাচ্ছিতো হাঁটছিতো পথের ভেলায়......
কিন্তু আসলে যাবটা কোথায?
(কবিতাটা এ বছরের ১০ই জানুয়ারী লেখা।বর্তমানই এ কবিতার প্রেক্ষাপট)
বিষয়: সাহিত্য
১৬৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন