লংমার্চ ভীতি

লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ০৩ এপ্রিল, ২০১৩, ০৩:২৮:২৮ দুপুর

ইসলাম প্রিয় জনতা ছাড়া দেশের সবাই হেফাজতে ইসলামকে ভয় পাচ্ছে।শুধু ভয় নয় প্রচন্ড ভয় পাচ্ছে।ধর্মদ্রোহীরা বেশী ভয় পাচ্ছে কারন হেফাজতে ইসলামকে খুশি করতে ইতি মধ্যেই ধর্মদ্রোহীদের সরকার গ্রেফতার করছে।নাস্তিকরা তাদের ভয় লুকানোর চেষ্টা করছে কুতর্ক করছে কিন্তু লাভ হচ্ছেনা।হেফাজতে ইসলামের দাবির ৫0 ভাগও পূরন হলে নাস্তিকরা অস্তিত্ব সংকটে পড়বে।এমনিতেই তাদের অস্তিত্ব ২%এরও কম।তাদের ভয় প্রথম আলো পড়লেই বুঝা যায়।প্রথম আলো প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নাস্তিকদের এক পেশে সমর্থনকারী।তারা হেফাজতে ইসলামকে এতই ভয় পাচ্ছে যে হেফাজতে ইসলামের কার্যক্রম তাদের পত্রিকায় সে ভাবে আসেনি।যেটুকু না লিখলেই নয় সেটুকু লিখছে।সরকার পড়েছে দোটানায় হেফাজতে ইসলামের পক্ষে গেলে তাদের বিপদ বিপক্ষে গেলে মহাবিপদ।এক্ষেত্রে জামায়াত বিএনপি তাদের আন্দলনে হেফাজতে ইসলামের পরোক্ষ সমর্থন পেল।সমর্থন পেতে সাহায্য করে শাহবাগ নাটক।শাহবাগ নাস্তিক এবং ধর্মদ্রোহিদের সঙ্গে নেওয়ার কারনে তাদের গ্রহনযোগ্যতা প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত হল।

এই বয়সে আল্লামা শফির হিকমা দেখে রক্ত গরম হয়।তাদের ইসলাম প্রিয়তাই যে কোন খাদ নেই তা আবার প্রমানিত হল।

শেষমেষ একটা কথা হেফাজত ইসলামের দাবি গুলো মানলে আমাদের দেশ সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাবে।

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File