বাংলার হিন্দুরা সবসময় আওয়ামী লীগের কূট রাজনীতির শিকার হয়ে এসেছে

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ১২ মার্চ, ২০১৩, ১২:৩৪:৫৪ দুপুর

বাংলাদেশের 'সংখ্যালঘু' অর্থাত্‍ হিন্দু ধর্মাবলম্বি ভাইদের জন্য কষ্ট লাগে । আমার স্কুলে কলেজে অনেক বন্ধু আছে হিন্দু । একসময় তাদের বাড়িতে কত দই চিড়া খেয়েছি । কখনো কারো সাথে কথা কাটাকাটিও হয়নি । বাংলার হিন্দুরা সবসময় আওয়ামী লীগের কূট রাজনীতির শিকার হয়ে এসেছে । যখনই আওয়ামী লীগ (সরকারে কিংবা বিরোধী দলে থেকে) বেকায়দায় পড়ে ঠিক তখনই আমার বুকটা কেঁপে ওঠে । এই বুঝি হিন্দুদের ওপর হামলা হলো বলে ! প্রতিবারই কোথাও না কোথাও মন্দির ভাঙা হয় , আওয়ামী লীগ এবং তাদের মিডিয়া রৈ রৈ করে ওঠে 'সব জামায়াত বিএনপির কাজ' ! বাস্তবে কোথাও ছাত্রলীগ যুবলীগ হাতেনাতে ধরা পড়ে , কোথাও তদন্ত শেষে প্রমাণিত হয় আওয়ামী লীগের লোকেরাই মন্দির ভেঙ্গেছে ।



এখন পর্যন্ত কোথাও প্রমাণ হয়নি যে জামায়াত কিংবা অন্যকোন ইসলামপন্থি দল মন্দির ভেঙ্গেছে । কেন ? কারণ , যারা ইসলাম বোঝে তারা জানে এবং বিশ্বাস করে- এই মূর্তি কারো কোন লাভ ক্ষতি করতে পারেনা । হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এগুলো তৈরি করেন , আবার সময় হলে তারাই ভাঙবেন । মুসলিমরা মানুষের তৈরি মাটির মূর্তি ভাঙ্গার কোন প্রয়োজনবোধ করেনা , তারা ভাঙ্গে হৃদয়ের ভেতরে থাকা মূর্তি । তারা গড়ে মানুষের বিশ্বাস । এটা তারা হাত পা লাঠি দিয়ে নয় , করে যুক্তি দিয়ে । কুরআনের বাণী দিয়ে । ভালোবাসা দিয়ে ।

মুসলিমদের মহান রাসুল মুহাম্মাদ (সাঃ) তাঁর উম্মতদের সেটাই শিখিয়ে গেছেন ।

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File