গণতন্ত্র আজ যে কারণে বিপন্ন

লিখেছেন লিখেছেন বাংলার বীর ১২ মার্চ, ২০১৩, ১২:৩৭:২৫ দুপুর

বিপন্ন গণতন্ত্র বিপন্ন দেশ। এটা নাকি আবার গণতান্ত্রিক বাংলাদেশ। যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকেনা, আন্দোলনের স্বাধীনতা থাকেনা, প্রতিবাদ করা যায় না সে দেশ কিভাবে গণতান্ত্রিক দেশ হয়, আমার বোধগম্য নয়। সমাবেশ, মিছিল-মিটিং কিংবা প্রতিবাদ যেটাই হোক না কেন, সেখানে পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, গুলি, টিয়ারশেল নিক্ষেপ এবং গ্রেফতার করা ইত্যাদি নেশাখোরদের নেশার মত শুরু হয়েছে। দেশের বিরোধী দলের উপর এমন নিষ্ঠুর পাশবিকতা দেখে 'গণতন্ত্র' আড়াল থেকে মুচকি মুচকি হাসি দেয়। সরকার মুখে গণন্ত্রের কথা বললে ও বাস্তবে অগণতান্ত্রিক ভাবে দেশ চলছে। বাংলার ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়ের সূচনা হলো ২৮ শে ফেব্রুয়ারি। এত গণহত্যা এর আগে কেউ লক্ষ্য করেনি। আর যারা এই গণহত্যা তৈরীকারী আজ তারা মানবাধিকার পুরস্কার ও পেয়েছে। নেই নেই, কোথাও নেই গণতন্ত্র নামক শব্দটির ব্যবহার।

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File