পৃথিবীতে নেতৃত্বের মাপকাঠি-একটি নৈতিক ও তাত্বিক গবেষনা(পর্ব-২)

লিখেছেন লিখেছেন ইসলাম_ ১২ মার্চ, ২০১৩, ১২:২৬:১২ দুপুর

প্রথম পর্বে মৌলিক মানবিক গুনাবলী ও ইসলামী নৈতিক চরিত্রের উপাদান সম্পর্কে বলা হয়েছে। এখন পার্থিব উপায় উপাদান ও জড়শক্তি বলতে আমরা জনশক্তি, অস্ত্র, মিডিয়া, জনমত, বহিবিশ্বের সাহায্য ইত্যাদিকে বুঝায়।

বাংলাদেশের বর্তমান পরিস্হিতির আগে চলুন আমরা সিরিয়ার বর্তমান অবস্হা বিশ্লেষন করি:

সিরিয়ার আসাদ সরকারের ক্রমাগত গনহত্যা ও বর্বরতার কারনে তাদের মোলিক মানবিক গুনাবলী শুন্যের কোঠায়। শাষকশ্রেনী আলাভি ও দরজী সম্প্রদায়ের লোক।অন্যদিকে সিংহভাগ মুসলিম সুন্নীরা নির্যাতিত ও জুলুমের শিকার। কাজেই এক্ষেত্রে সরকারের ইসলামী নৈতিক চরিত্রও শুন্যের কোঠায়।কাজেই নীচের ফর্মুলা থেকে বুঝতে পারি তাদের নেতৃত্বের মাপকাঠি শুন্যের কোঠায় অর্থাৎ তাদের পতন অবশ্যম্ভাবী, অন্যান্য উপাদানের পার্থিব পরিমান যতই বেশী হোক না কেন।

নেতৃত্বের মাপকাঠি=মৌলিক মানবিক গুনাবলী x ( ইসলামী নৈতিক চরিত্র + পার্থিব উপায় উপাদান ও জড়শক্তি)

এবার বাংলাদেশের প্রসংগে আসি।

বর্তমান শাসকশ্রেনীর ব্যাপক দুর্নীতি, জেল-জুলুম, দমন-নিপিড়ন, মিথ্যাচার ও দলীয়করনের কারনে তাদের মৌলিক মানবিক গুনাবলী বিলু্প্তের কাছাকাছি। ইসলাম বিরোধী তৎপরতার জন্যে তাদের ইসলামী নৈতিক চরিত্রও শুন্যের কোঠায়। কাজেই উপরের ফর্মুলা থেকে বুঝতে পারি তাদের নেতৃত্বের মাপকাঠি শুন্যের কাছাকাছি। কাজেই তাদের পতনও অবশ্যম্ভাবী।

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File