জ্যামিতিক জীবন !
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৯ নভেম্বর, ২০১৩, ০৭:৪৫:১০ সন্ধ্যা
মানুষ
জীবনের হিসেব মেলাতে চায় , পাটিগণিতের সরল অংকের মত
দিনশেষে ব্যর্থ হয়ে ভাবে –
নাহ , মনে হয় বীজগণিতেই সমাধান !
তারপর
এ প্লাস বি হোল স্কয়ার করে দ্যাখে , জীবন এইসব সূত্র মেনে চলে না !
হতাশা তখন ঘিরে ধরে ; বৃত্তের মত !
বৃত্ত ।
জীবনের অর্থ খুঁজতে খুঁজতে ফুরিয়ে গেলে জীবন
শেষ মুহূর্তগুলিতে হঠাৎ বুঝে আসে সব
জীবন পাটিগণিত নয়, বীজগণিত নয় ত্রিকোনমিতি নয়
এযে জলজ্যান্ত জ্যামিতি !
চতুর্ভুজ নয়, রম্বস নয় , আয়তক্ষেত্র কিংবা সামন্তরিক নয়
বৃত্ত ! জীবনটা কেটে গেছে একটা বৃত্তের ভেতর !
‘পাই’ এর সাথে ব্যাসার্ধের বর্গের গুনফল তার ক্ষেত্র
আর ব্যাসের সাথে ‘পাই’ এর মান গুণ করলে তার পরিধি
ঠিক ঠিক মিলে যায় জীবনের সাথে !
[জীবনের জ্যামিতি/ ২৯-১১-২০১৩]
https://www.facebook.com/muhsin.abdullahmu/posts/10200528008796615
বিষয়: সাহিত্য
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন