ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট মুসলিম

লিখেছেন লিখেছেন আদার ব্যাবসায়ী ২৯ নভেম্বর, ২০১৩, ০৭:৪২:১৭ সন্ধ্যা



জ্বি , আসুন একটি পৃথিবী কল্পনা করি যেখানে মুসলিম নেই , কোনকালে ছিল না ।

তবে আসুন তার আগে দেখে নেই মুসলিম না থাকলে এ পৃথিবীতে আমরা কি কি পেতাম নাঃ

কফি

ক্যামেরা

ব্যাবহারিক পদার্থবিদ্যা

সাবান

শ্যাম্পু

পারফিউম/স্পিরিটস

সেচ ব্যাবস্থা

স্থাপত্যশৈলী (গম্বুজ আকৃতির স্থাপনা, চক্রাকার টাওয়ার)

শস্ত্রচিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি

অ্যানাসথেসিয়া

বাতচক্র

গো-বসন্তের চিকিৎসা পদ্ধতি

ফাউন্টেইন পেন

সংখ্যাতত্ব

বীজগণিত

ত্রিকোণমিতি

আধুনিক ক্রিপ্টলজি

স্ফটিক কাঁচ

কার্পেট

বিশ্ববিদ্যালয়

আলোকবিদ্যা

মিউজিক

টুথব্রাশ

হাসপাতাল

তোষক বা গদি

কম্পাস (মেরিনার)

সফট ড্রিঙ্কস

পেন্ডুলাম

অন্ধ ব্যক্তির লিখনাদির প্রণালী

কস্মেটিক্স

প্লাস্টিক সার্জারি

লিপিবিদ্যা

পেপার ও কাপড়ের ব্যাবসা

মুসলিমরাই প্রথম আবিস্কার করে বস্তু থেকে চোখে আলো প্রবেশ করে যেখানে গ্রিকদের ধারনা ছিল বিপরীতমুখী। পরবর্তীতে এই থিউরি থেকেই আসে ক্যামেরা।

আধুনিক রসায়নবিদ্যার জনক জাবির ইবনে হাইয়ান যিনি ছিলেন মুসলিম । তিনিই আলকেমি কে কেমিস্ট্রিতে নিয়ে আসেন। তিনিই আবিস্কার করেছিলেন পাতন , বিশোধন, জারণ, বাষ্পীভবন, পরিস্রাবণ যেগুলা আধুনিক রসায়নের অপরিহার্য অংশ। তিনিই প্রথম সালফিউরিক এসিড ( H2SO4) ও নাট্রিক এসিড আবিস্কার করেন ।

রোবটিক্স এর জনক আল জাজারি যিনি ছিলেন মুসলিম

মুসলিমরাই ৮৫২ সালে প্রথম আকাশে উড়ার চেষ্টা করে ।যদিও পরবর্তীতে রাইট ভ্রাতৃদ্বয়ই এর ক্রেডিট পায়।

হেনরি ভি দুর্গের স্থপতি ছিলেন একজন মুসলিম।

চোখে ছানি পড়ার চিকিৎসা প্রথম মুসলিমরাই আবিস্কার করেন যেটা এখনো মডার্ন টেকনোলোজিতে ব্যাবহার করা হয় ।

গনিতবিদ্যার যে সকল বিষয়ে মুসলিমরা চরম শীর্ষে ছিল তার চেয়ে তিনশত বছর পর ইউরোপে তার চর্চা শুরু হয় । উদাহরণঃ বীজগণিত, ত্রিকোণমিতি, ফিবনাচ্চি ।

পৃথিবী গোলাকার এটা গ্যালিলিও'র পাঁচশত বছর পূর্বেই মুসলিমরা আবিস্কার করে গিয়েছে।

এইভাবে যদি তালিকা করা যায় তবে তালিকা শেষ হবে না। আপাতত তালিকার এখানেই ইতি টানলাম ।

এখন আপনি যদি বলেন এই মুসলিম সন্ত্রাসীগুলা(!!) ছাড়া পৃথিবী অনেক উন্নত একটা জায়গা থাকতো তবে আমি বলবো আপনার চোখ এখনো অন্ধই আছে। ওকলাহোমা বম্বিং , নরওয়ের গনহত্যা ,বার্মার গনহত্যা (সাম্প্রতিক) , ভারতে মুসলিম নির্যাতন ইত্যাদি হাজারো ঘটনা যেগুলা মুসলিম ছাড়া অন্য ধর্মের অনুসারীরা করেছে বা করছে এদেরকে কি বলবেন? এখানে যেমন আপনি একটি নির্দিষ্ট ধর্মের অনুসারীদেরকে একটা ঘটনার জন্য সকল ইনোসেন্ট দায়ী করতে পারবেন না তেমনি ১.৫ বিলিয়ন ইনোসেন্ট মুসলিমদের কোন একটা ঘটনার জন্য সন্ত্রাসী আখ্যা দিতে পারেন না ।

বিদেশী একটি প্রবন্ধ থেকে অনুবাদকৃত

বিষয়: বিবিধ

২২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File