বিরোধী দলেরই যত কুকর্ম

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ২৯ নভেম্বর, ২০১৩, ০৮:০২:০৪ রাত

আমি সাধারন মানুষ, আমার বুঝও অতি সহজ। গত বৃহস্পতিবার শাহবাগে বাসে দিয়ে পুড়িয়ে দেওয়া হলো প্রায় ১৯ জন মানুষকে। কে বা কারা করল এই কাজ?

সরকারী দল বলছে বিরোধী দল, বিরোধী দল বলছে সরকারী এজেন্ট। একে অপরকে দোষারপ করছে।

আমার প্রশ্নঃ

১) বাসে আগুন দেওয়াতে কার দূর্নাম হলো?

উত্তরঃ বিরোধী দলের

২) কাদের আন্দোলন প্রশ্নবিদ্ধ হলো?

উত্তরঃ বিরোধী দলের

৩) কাদের নামে মামলা হলো?

উত্তরঃ বিরোধী দলের

৪) কাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হলো?

উত্তরঃ বিরোধী দলের

৫) কারা আন্দোলনের পরিবর্তে পালিয়ে বেড়াবে?

উত্তরঃ বিরোধী দলের নেতা কর্মীরা

তাহলো দেখা যাচ্ছে বাসে আগুনের ঘটনায় সব সমস্যা হলো বিরোধী দলের। আর ঘটনা তদন্ত না করেই সরকার বলে দিল এই ঘটনা বিরোধী দলের কাজ।

সর্বশেষ প্রশ্নঃ

৬) শাহবাগে বাসে আগুনের ঘটনায় সুবিধা পেলো কে?

উত্তরঃ আওয়ামীলীগ।

এখন জনগনকেই বুঝতে হবে ঘটনা কি? কারা ঘটালো এই ঘটনা। আমার বুঝও অতি সহজ, যারা সুবিধা ভোগ করল তারাই ঘটিয়েছে এই ঘটনা।

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File