দুই এক দিনের মধ্যে বড় কিছু ঘটাবে সরকার

লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ০২ এপ্রিল, ২০১৩, ০৫:৫১:৫০ বিকাল

এই সরকার জনগণের বিক্ষোভকে যে রকম ভয় পায় তাতে হেফাজতে ইসলামকে নির্বিঘ্নে লংমার্চ করতে দেবে বলে মনে হয় না। বিশেষ করে হেফাজতে ইসলামের লংমার্চে চরমোনাইয়ের পীর, খেলাফত মজলিস, এরশাদের জাতীয় পার্টির সমর্থন সরকারকে দারুণভাবে ভয় পাইয়ে দিযেছে। আর বিএনপি-জামায়াত যে হেফাজতের সাথে প্রকাশ্যেই অংশ নেবে এতটুকু বোঝার মতো বুদ্ধি সরকারের না থাকার কথা নয়। তাই হেফাজতে ইসলামকে লং মার্চ করতে না দেয়ার জন্য সরকারের এখন শক্ত কিছু অজুহাত দরকার। কয়েকজন ব্লগারকে আটক, রিমান্ড, গণজাগরণ মঞ্চ বন্ধের চিন্তা-ভাবনা সবই সেই অজুহাত তৈরি সিরিজের একেকটি অংশ বলেই প্রতীয়মান হচ্ছে। বর্তমান সরকারের রাজনৈতিক পদক্ষেপ গভীরভাবে যারা পর্যবেক্ষণ করেন তারা সহজেই বুঝতে পারছেন যে আগামি দু্‌ই এক দিনের মধ্যে সরকার আরও বড় কিছু ঘটিয়ে সেই অজুহাতে হেফাজতকে লংমার্চ থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আগামি ৬ তারিখকে কেন্দ্র করে যে খেলা শুরু হয়েছে তার পরিণতি দেখার জন্য ব্যকুলভাবে অপেক্ষা করছি।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File