কথা বলবি না একদম চুপ!
লিখেছেন লিখেছেন শারদ শিশির ০২ এপ্রিল, ২০১৩, ০৫:২৫:৪৯ বিকাল
এই কথা বলবিনা! একদম চুপ!
কি কথা তোর!
তুইতো চাকরানী প্রভু দেবতার!
পায়ের নিচেই তোর বসত।
কোথা পেলি কথা বলার এত সাহস!
কথা বলবি না! একদম চুপ!
বন্দ কর মুখ আর চোখ!
গণতন্ত্রের এত কি দরকার তোর!
জানিস না!
গণতন্ত্র বসত করে,
সংবিধানের বুকের ভিতর!
কিয়ের লাই এত চিল্লাস
আমাকে গণতন্ত্রের সঙ্গা শিখাতে চাস!
দেখস না !
মায়ানমারের বাতাসে ভাসে গণতন্ত্রের লাশ!!
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন