ভয় পাবি না বাঘের বাচ্চারা। জেনে রাখ, এই দেশ একদিন শাসন করতে হবে তোদেরকেই

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ০২ এপ্রিল, ২০১৩, ০৫:৫৩:৪০ বিকাল



এই ছবিতে যাদের পরীক্ষা দিতে দেখা যাচ্ছে এরা এবছরের এইচ এস সি পরীক্ষার্থী । বয়স কত ? ১৮র নিচে । এইচ এস সি পরীক্ষা জীবনের খুবই গুরুত্বপুর্ণ একটি অধ্যায় । অথচ আমার দেশের পুলিশ এবং আদালত এদের জেলখানায় ঢুকিয়ে রেখেছে । এদের গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন হোস্টেল এবং মেস থেকে । হয়তো তারা পড়াশোনা করছিলো , কেউ ঘুমাচ্ছিল । পড়ার টেবিলে পদার্থ রসায়নের পাশে হয়তো একটি হাদীসের বইও ছিল । আর যায় কোথায় ? পুলিশ পেয়ে গেলো দুর্ধর্ষ আসামী ।

আদালত তাদের পাঠিয়ে দিল কারাগারে । কোন প্রমাণ নাই । শুধু আছে অভিযোগ, তারা নাকি হরতালে পিকেটিং করেছে !

আমি জানি , পরীক্ষার্থীদের জন্য শিবির কী করে । মিছিল মিটিং দূরে থাক, ঘরোয়া বৈঠকে পর্যন্ত তাদের রাখা হয় না । এসময় পরীক্ষার্থীদের জন্য সংগঠনের সকল কার্যক্রম থেকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয় ।

পরীক্ষার্থীদের জন্য যখন বাবা-মা রা দুধের গ্লাস হাতে পাশে বসে থাকে । মাথায় হাত বুলিয়ে দিয়ে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষায় থাকে কখন বের হবে ছেলে । বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । বড়রা উৎসাহ যোগান ।

এই সময়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে কারাগারের ভেতর পরীক্ষা দিতে হচ্ছে এইসব ছোট বাচ্চাদের ।

আদালতের ওপর আমাকে আস্থা রাখতে বলবেন আপনি এখনো ? আমি দুঃখিত । আপনাকে হতাশ করলাম ।

শিবিরের ছেলেরা সবসময়েই ভালো রেজাল্ট করে । এরাও করবে ইনশাআল্লাহ । ভয় পাবি না বাঘের বাচ্চারা। জেনে রাখ, এই দেশ একদিন শাসন করতে হবে তোদেরকেই ।

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File