ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ০৬ জুন, ২০১৩, ১০:৫৮:২৯ সকাল
আমি নামাজ শুরু করলে উমরের প্রথম কর্তব্য হয় আমার মাথা থেকে টুপি খুলে নেয়া, দ্বিতীয় কর্তব্য হয় আমার সাথে নামাজ আদায় করা। সিফাতকে বলে রেখেছিলাম সে যেন কোন একদিন এই ঘটনার ছবি তুলে রাখে। দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ সিফাতকে। ওর ছবি তোলার হাত নেহায়েত খারাপ না।
বিষয়: বিবিধ
১৪২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন