বাহ কি আজব বিচার ব্যবস্থা!!!!!!

লিখেছেন লিখেছেন হাসান ফরিদ ০৬ জুন, ২০১৩, ১০:৫৬:১৫ সকাল

আর কত নিষ্ঠুরতা দেখতে হবে ???

আমি ধর্ষণ করলাম । পুলিশ কে টাকা দিয়ে বা রাজ-অনৈতিক সাহায্য নিয়ে পুলিশ কে কিনে নিলাম । পুলিশ চার্জশিট বানাল যে মেয়ে তার সাথে ইচ্ছাকৃত ভাবে যৌন সংগম করেছে না হয় লিখে দিবে সে বেশ্যা । আদালতের প্রধান প্রমানের উত্‍স পুলিশ SO আদালত ও বলে ইহা ভালবাসা । কিছু দিন কেস চলে । মিডিয়া আলারা এমন ভাবে রিপোর্ট করে , যেখানে বিচার চাওয়া হয় না, অপরাধীর ছবি ছাপিয়ে বলা হয়না নরপশু কে ধরিয়ে দিন বরং কি ভাবে ,কত ভাবে , কোথায় কত জন ধর্ষন করেছে তা লিখা হয় সাথে VICTIM এর ছবি । রি্পোর্ট পড়ে মনে হয় যেন বাংলা চটি পরছি । এক কথায় ইহা দ্বিতীয় ধর্ষন । এতে নির্যাতিত মেয় আরও হইন হয়ে পরে । হয় আত্বহত্যা করে না হয় নিজেকে আড়াল করে ফেলে । যেখানে ফরিয়াদি নাই সেখানে বিচার নাই ।

order order order

case dismised.

আপনি ই বলেন আমি যদি ধর্ষন করে পার পাই তাহলে আর এক জন কেন করবেনা ????

সর্বচ্চ শাস্তি জাবত্‍ জীবন কারা দন্ড । বাংলাদেশে এই আইনে মানুষের গড় আয়ু ১৪ বছর ।

আর যদি শাস্তি হয় তা হলে সর্বোচ্চ ৬ বছর । ২.৫ বছর এর মাথায় বা তার আগে তার ব্যবহার ভাল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় ।

কি আনন্দ আকাশে বাতাশে । আবার ধর্ষন করুম ।

বিচার ব্যাবস্থা কোথায় ??

আপনার মেয়ের সাথে ও একই অপরাধ হতে পারে ।

পাপির

সর্বচ্চ শাস্তি হওয়া উচিত্‍ ক্লিন ডেথ ।

যাতে পরে আর কেউ সাহস না করে এই জঘন্য অপরাধ না করতে ।

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File