blogger ভিক্টোরিয়াকে নিয়ে..................
লিখেছেন লিখেছেন শাহরিয়ার ০৬ জুন, ২০১৩, ১১:০২:২৯ সকাল
bdtoday blog ও amar blog এ ২টিতে ভিক্টোরিয়া নামে ১জন "ইসলাম:নারীর যৌনতা" নিয়ে যা তা বলছে।এই blog এ আমি নতুন।আজই তার blog পড়লাম।বিদ্বেশ মূলক যুক্তি দিয়ে যে উদৃতি দিচ্ছে কুরআন-হাদিস থেকে,তা সব গুলো বানানো,কোনটার একাংশ দিলে বাকি অংশ দিচ্ছেনা,কেটে কুটে দিচ্ছে,রহিত আয়াত গুলো দিচ্ছে,ভুল ব্যখ্যা দিচ্ছে।
এ ব্লগে্ তার এমন কোনো লেখা নাই যেখানে সে সকলের কােছ নিন্দিত হয় নাই।তারপরও লেখে যাচ্ছে।
এমতবস্হায় সকলের কাছে অনুরোধ,তার কোন লেখাই যেন না পড়া হয়।এবং তার েলখাগুলোতে মন্তব্যে কোন খারাপ কথা তাকে উদ্দেশ্য করে যেন না বলা হয়।
সকলের মাধ্যমে ব্লগ সম্পাদকের নিকট অনুরোধ,তাকে যেন ধর্ম নিয়ে বাজে কথা লিখার জন্য সতর্ক করা হয়।
ভিক্টোরিয়া ভাই,দয়া করে এসব বাজে কথা লিখবেননা। কুরআন-হাদিস এর উদৃতির বিকৃতি করবেননা।
আমি আজই প্রথম তার blog পড়লাম।সেখানে তার বিকৃতি করা ১টা আয়াত শুধরে দিলাম।
লিঙ্ক:http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/5525/ruma/18160#83563
সুবিধার জন্য উল্লেখ করে দিচ্ছি:আপনি বলেছেন : "আসুন সততার সাথে, মুক্ত চিন্তা নিয়ে কোরান হাদীস কে ডায়াগনোসিস করি", হাঁ আমিও তা চাই।
কিন্তু মুক্তচিন্তা নিয়ে কোরান-হাদীস অনুসন্ধান করার সুযোগ আছে কি?
সূরা ৫ আয়াত ১০১
"ওহে যারা ঈমান এনেছ! সে সব বিষয় সম্বন্ধে প্রশ্ন কোরো না যা তোমাদের কাছে ব্যক্ত করলে তোমাদের অসুবিধা হতে পারে।"
প্রশ্ন করতে মানা কেনো? আজকের পৃথিবী কি প্রশ্ন করে করে এতদূর আসেনি? @ সাদাচোখ।
৩ 83563 ০৬ জুন ২০১৩ সকাল ০৯:৫৩
শাহরিয়ার লিখেছেন : ভিক্টোরিয়া ভাই আপনাকে ধন্যবাদ ইসলাম চর্চার জন্য।
সাদাচোখ। আধা শিক্ষিত মানুষ।রক্তলাল :আপনাদের জন্য ২টি কথা,ড.জাকির নায়েক:বিতর্ক করেন উত্তম রুপে।কুরআন থেকে দুরে থাকার কারনে মুসলমানরা তর্কে পারেনা।
ভিক্টোরিয়া:আপনি কুরআন হয় বিকৃত করেছেন।নয়ত বুঝতে পারেননি বা আপনাকে কেউ পথভ্রষ্ট করেছে।
(৫:১০১):"ইয়া আইয়ুহাললাযিনা আমানু লা তাছআলু আন আশয়াআ ইন তুবদা লাকুম তাসুউকুম,ওইন তাসআলূ আনহা হিনা য়ুনাযযিলুল কুরআনা তুবদালাকুম।
অর্থ:"ওহে যারা ঈমান এনেছ! সে সব বিষয় সম্বন্ধে প্রশ্ন কোরো না যা তোমাদের কাছে ব্যক্ত করলে তোমাদের অসুবিধা হতে পারে,তবে কুরআন নাযিলের সময় যদি তোমরা সে সব বিষয় সম্বন্ধে প্রশ্ন কোরো তাহলে তা প্রকাশ করা হবে। (মায়েদা :১০৫)(ইবনে কাছির)
ভিক্টোরিয়া এই নামে amar blog এ দেখেছি,আমি আশা করি আপনি তিনি নন।কেন ?-তা নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন।
আপনার সত্যি কুরআন শেখার আগ্রহ থাকে,তাহলে সামনে থেকে আর আয়াতের অর্ধাংশ বলে মানুষকে ভুল শেখাবেননা।
Asad Jaman · Top Commenter · Titumir College
-তারা চায় যে, তারা যেমন কাফের, তোমরাও তেমনি কাফের হয়ে যাও, যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যাও। অতএব, তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে। অত:পর যদি তারা বিমুখ হয়, তবে তাদেরকে পাকড়াও কর এবং যেখানে পাও হত্যা কর। তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না। [৪-৮৯].
-গৃহে উপবিষ্ট মুসলমান-যাদের কোন সঙ্গত ওযর নেই এবং ঐ মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহ্র পথে জেহাদ করে, সমান নয়। যারা জান ও মাল দ্বারা জেহাদ করে, আল্লাহ্ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায় এবং প্রত্যেকের সাথেই আল্লাহ্ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ্ মুজাহেদীনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানে শ্রেষ্ঠ করেছেন। [৪-৯৫].
-যারা আল্লাহ্ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। [৫-৩৩].
বিষয়: বিবিধ
১৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন