আস্তে আস্তে শেখ মুজিবের সপ্ন পূরন হচ্ছে!!

লিখেছেন লিখেছেন শাহরিয়ার ১৩ জুন, ২০১৩, ০১:২২:১১ দুপুর

আমীলীগ আর নাস্তিকদের মঝে কি কোন পার্থক্য আছৈ?

শেখ মুজিব এত বিখ্যাত তবে ইতিহাসে তার বাবা-মা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না কেন?তার জন্মস্হান কোথায় তা আপনি জানেন?সত্যি বলতে আমাদের দেশের ইতিহাস বিকৃত হয়েছে।মুজিব কখন ও স্বাধিনতার পক্ষে ছিলেন না।২৫মার্চ গ্রেফতারের দিন তাজউদ্দিন রেকর্ডার নিয়ে বলেছিলেন,নেতা শুধু একটা ঘোষনা দেন,ইশারা দিলেই বাজাব।মুজিব বলেছিল,ওরা আমাকে রাষ্ট্রদ্রোহি বানাবে তা আমি করতে পারিনা।জিয়া পরদিন এগিয়ে না আসলে এই বাংলাদেশ আমরা পেতাম না।মুজিব এর কাছে স্বাধিনতা থেকে ক্ষমতাই বড় ছিল।এর প্রমান পরে আমরা পেয়েছি।চির স্হায়ী ক্ষমতার লোভে আজিবন প্রেসিডেন্ট ঘোষনা দিয়ে বাকশাল কায়েম করল।দেশ স্বাধিন হওয়ার আগে এক রুপ পরে অরেক রুপ।আজ যা হাসিনা করার চেষ্টা করছে।তার কাছের লোকরাই তো তার(মুজিব এর) বিরুদ্ধে প্রথম কথা বলেছে।দেশটা স্বাধিন এর জন্য যারা সামনে থেকে নিজের জীবন বাজী রেখে নেতৃত্ব দিয়েছিল তারাই তো মুজিব কে হত্যা করেছিল বিনা স্বার্থে,শুধুমাএ অত্যাচার থেকে বাচার জন্য।আমি নিশ্চিত ইতিহাস বিকৃত না হলে এরাই হতো পকৃত বীর।তাছাড়া একজন মেজরকে(জিয়া কে ) সকলে কেনই বা মেনে নিল।তার উপরে তো আরো অনেকে ছিল।আসলে ততকালিন মানুষ জিয়ার অবদান জানতো।ইতিহাস বিকৃত না হলে অনেক কিছুই জানা যেত যা এখন সম্ভব না।যাই হোক মুজিব ছিল সেকু্লারিজমে বিশ্বাসী।গান্ধী পরিবারের সাথে এবং রাশিয়ার সাথে তার বিশেষ সক্ষ্যতা তার প্রমান।ড.রেজওয়ান সিদ্দিকীর বই গুলা পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন।

আজ আস্তে আস্তে শেখ মুজিবের সপ্ন পূরন হচ্ছে।

হাসিনার পুত্র জয়ের প্রথম বিবাহ - ভারতীয় শিখ।

দ্বিতীয় বিবাহ - ইহুদী ক্রিষ্টিনা ওয়ামায়ার।

তৃতীয় অলিখিত - সামিটের আজিজ খানের মেয়ে আয়েশা।

... আরো আছে ব্রিটিশ সিটিজেন অমৃতা চোপড়া। সে ভারতীয় এয়াটেলের মালিক লক্ষ্মী মিত্তালের ভাগ্নি।

জয়ের মেয়ে সোফিয়া একজন ইহুদি হিসাবে বড় হচ্ছে!!

হাসিনার মেয়ের বিবাহ - রাজকার নাতি খন্দকার মাসরুরের সাথে।

রেহানার ছেলে ববি বিয়ে করে ফিরিঙ্গি এক মেয়ে পেপ্পি।

এখন রেহানার মেয়ে টিউলিপ বাগিয়েছে একটা সাদা চামড়া - খৃষ্টান, ইহুদি নাকি ধর্মহীন- আমরা জানি না।

তবে বরাবরের মতই হাসেনা বেগম সরকারী পয়সা খরচ করে ঐ বিয়েতে উপস্থিত থাকবেন!!

এভাবেই চলছে শেখ মজিবের স্বপ্নপুরন!

কবে যে আমাদের বিবেক জাগ্রত হবে এই াপেক্ষায় থাকলাম।আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন।

বিষয়: বিবিধ

১৫৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File