আজ কারা মুক্ত হলেন ৫ বোন। গতকাল ৪।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০২ জুলাই, ২০১৪, ০৩:০০:৩৫ দুপুর
আলহামদুলিল্লাহ্
ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিম্পুর কারাগার হতে২৪ বোনের মধ্যে ৯ বোন জামিনে মুক্তি পেয়ে বাহির হয়েছেন।
আজকে আর ও নয় বোনের জামিন হয়েছে।
তারা যেন সহজে বের হতে পারেন এই জন্য দোয়া করবেন সকলে।
আরো ৬ বোন জামিন বিহীন কারাবন্ধি আছেন। তারা যেন মুক্ত হয় জালিমের কারাগার হতে এই জন্য সকলে বিশেষ পার্থনা করবেন।
সকাল ৯.০০ টা হতে কারা গেইটে অযতা হয়রানী করে কারা কতৃপক্ষ। অবশেষে দুপুর ১:৩০ টার সময় কারা ফটক থেকে মুক্ত হন আজ ৫ বোন।গতকাল রাতেই অপর ৪ বোন ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে মুক্ত হন।
মহান প্রভু আমাদের সকল ভাই বোনদের উপর রহম করুন।
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বোনদের জন্য সবাইকে মন ভরে দোয়া করা উচিত কারণ এরা কোরান তালিম দেয় এবং দ্বিনি শিক্ষা দেয় ।
কোন এক আলোচনায়, প্রফেসর গোলাম আযম সাহেব বলেছিল। আমার যদি ক্ষমতা
থাকতো, তা হলে সবাইকে তিন মাস করে জেল দিতাম। এর দ্বারা বুঝাতে চেয়েছিলেন। আল্লাহের সাথে বান্দার সর্ম্পকটা জোড়ালো করার জন্য। আমিন।
মন্তব্য করতে লগইন করুন