কুরআন নাযিল ও তাকওয়া অর্জনের মাস “রমজান"-১

লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ০২ জুলাই, ২০১৪, ০৩:২১:১৮ দুপুর



“রমজান মাস। এ মাসেই কুরআন অবতীর্ণ হয়েছে। এর মধ্যে রয়েছে মানবজাতির জন্য পথ নির্দেশিকা। সুস্পষ্ট নির্দেশনা ও সত্য-মিথ্যার পার্থক্যকারী।” সূরা বাকারা-১৮৫

আয়াতে দুইটা বিষয় নির্দেশ করে-

১. আল কুরআন নাযিল হয়েছে- রমজান মাসে

২. মানব জাতির পথ নির্দেশিকা হচ্ছে- আল কুরআন

আল্লাহর রাসূল (সাঃ) বলেন- “মহান পরাক্রমশালী আল্লাহ বলেছেন: আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, তবে রোজা ছাড়া। কারন রোজা আমার জন্য এবং আমিউ তার প্রতিদান দিব। আর রোজা ঢাল স্বরুপ। কাজেই তোমাদের কেউ যখন রোজা রাখে, সে যেন অশ্লীল কাজ না করে, শোরগোল না করে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করে তাহলে তার বলা উচিত-আমি রোজাদার। যার হাতে মুহাম্মদের প্রাণ তাঁর কসম! রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও সুগন্ধযুক্ত। রোজাদারের দুটি আনন্দ, একটি তার ইফতারির সময় আর দ্বিতীয়টি হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাত করবে, তখন সে তার রোজার জন্য আনন্দিত হবে।” -বুখারি ও মুসলিম শরীফ

রাসূল (সাঃ) আরও বলেছেন “এটি সবর, ধৈর্য্য ও তিতীক্ষার মাস। আর সবরের প্রতিফল খোদার নিকটা পাওয়া যাবে জান্নাতরূপে। এ হচ্ছে পরস্পর সহৃদয়তা ও সৌজন্য প্রদর্শনের মাস। এ মাসে মুমিনের রিযিক প্রশস্ত করে দেয়া হয়। এ মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, তার ফলস্বরুপ গোনাহ মাফ করে দেয়া ও জাহান্নাম হতে তাকে নিস্কৃতি দান করা হবে। আর তাকে প্রকৃত রোজাদারের সমান সওয়াব দেয়া হবে, কিন্তু সেজন্য প্রকৃত রোজাদারের সওয়াব কিছুমাত্র কম করা হবে না। আর যে লোক এ মাসে নিজের অধিন লোকদের শ্রম হাল্কা করে দেবে, আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করবেন এবং দোযখ হতে নিস্কৃতি দেবেন”-বায়হাকী

তিনি (সাঃ) বলেন “যে লোক রমজান মাসের রোজা রাখবে ঈমানী চেতনা সহকারে, তার পূর্ববর্তী ও পরবর্তী গোনাহ মাফ করা হবে” –বুখারী

উপরের হাদীসগুলো থেকেই স্পষ্ট যে রমজান মাসের গুরত্ব কেমন। এখন প্রশ্ন হল অন্য মাসের না হয়ে রমজান মাসের গুরত্ব এত বেশি হল কেন! এই প্রশ্নেরই উত্তর সহজভাবে দেয়া হয়েছে উপরের আয়াত দিয়ে অর্থাৎ এ মাসের মর্যাদার পিছনে একমাত্র কারণ হলো- এ মাসে পবিত্র কুরআনুল কারীম নাযিল হয়েছে।

এখান থেকে এটাও স্পষ্ট যে আসলে মাসের আলাদা কোন গুরত্ব নাই বরং গুরত্ব হলো কুরআন শরীফের। কুরআন শরীফ যদি এই রমজান মাসে নাযিল না হয়ে মহরম মাসে নাযিল হতো তাহলে অবশ্যই মহরম মাসের গুরত্ব বেড়ে যেত, তখন আর রমজান মাসের আলাদা কোন গুরত্ব বা মর্যাদা থাকতো না।

বিষয়: বিবিধ

২২৫৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240915
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩১
সন্ধাতারা লিখেছেন : Very beautiful post!!! Ramjanul Mubarak.
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪২
186964
মোঃ আবু তাহের লিখেছেন : উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
240931
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো। রমজান মাসের সাথে কুরআন এর সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই এ মাসে আমাদের কুরআন পড়া উচিত বেশি করে।
০২ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৬
187023
মোঃ আবু তাহের লিখেছেন : ঠিক বলেছেন ভাই।
240938
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৫
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন... চরম ভালো লাগলো। পিলাচ
০২ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৭
187025
মোঃ আবু তাহের লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
240948
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৩
আফরা লিখেছেন : শুধু মাত্র কোরআনের জন্য রমজান মাসের এত গুরুত্ব ।তাহলে কোরআনকে পড়ে তাকে বুঝে তাকে ফলো করা তার কত গুরুত্ব এটাই বুঝতে হবে আমাদের ।অনেক সুন্দর করে লিখেছেন ভাইয়া ।অনেক ভাল লাগল ।ধন্যবাদ ভাইয়া ।
০২ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৭
187026
মোঃ আবু তাহের লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
240963
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৭
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
০২ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৮
187027
মোঃ আবু তাহের লিখেছেন : দোয়া করবেন।
240978
০২ জুলাই ২০১৪ বিকাল ০৫:০৫
০২ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৯
187028
মোঃ আবু তাহের লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।
241005
০২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
ভিশু লিখেছেন : কুরআন অবতীর্ণ এবং মাসব্যাপী একটি বিশেষ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মহান আল্লাহকে সার্বক্ষণিকভাবে স্মরণে রাখা, ভয় করতে শেখার বিশ্বব্যাপী এক সার্বজনীন সুযোগের জন্য মাসটির এত্তো এত্তো মর্যাদা! খুব সুন্দর লেখা...Rose ভালো লাগ্লো...Happy Good Luck
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪১
187333
মোঃ আবু তাহের লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
241390
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:৪০
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
০৫ জুলাই ২০১৪ সকাল ১১:৪৫
187769
মোঃ আবু তাহের লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File