শহীদ আব্দুল মালেক
লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ১৫ আগস্ট, ২০১৬, ০৮:৩২:৩৯ রাত
একটি ছেলের অনেক মেধা
জ্ঞান রাখে বেশ
দ্বীনের প্রতি ভক্ত সে যে
নাই খারাপের রেশ।
লেখাপড়ায় ক্লাশ সেরা
রেজাল্ট অনেক ভালো
মন মেজাজে সাদা তিনি
শরীর শুধু কালো।
সেই ছেলেটি অনেক আশায়
ভর্তি হলেন ঢাকায়
তার সাফল্য দেখে তখন
বাতিলরা চোখ বাঁকায়।
দ্বীনি শিক্ষার পক্ষে তিনি
গড়েন জনমত
দেখান তিনি সবাইকে আর
নাজাতেরি পথ।
এসব দেখে বাতিল পন্থি
খুন করলো তাকে
মুমিন মুসলিম সবাই মিলে
ভালবাসতো যাকে।
সেই ছেলেটি আর কেহ নয়
শহীদ মালেক ভাই
মরেই তিনি বেঁচে আছেন
সবাই কাছে পাই।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন