ক্রস ফায়ার
লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ২৩ জুন, ২০১৬, ১০:১৯:২৭ রাত
ফায়ার ফায়ার ক্রস ফায়ার
চলছে এখন নিত্যদিন
মারছে যারা নাচছে তারা
বুক ফুলিয়ে তাধিনধিন।
মারতে ভীষন মজা লাগে
প্রমশনটা পাওয়া যায়
কিসের বিচার কিসের আচার
থোরাই কেয়ার ডিক্রী রায়।
বিচার করতে লাগে সময়
সে তো অনেক লম্বা টাইম
দাও ঢুকিয়ে বুলেট বুকে
প্রমান কর করছে ক্রাইম।
আমরা হলাম দেশের রাজা
জবাবদিহি করবো ক্যান
জজকে বলো দোষটা ওদের
আমরা হলাম ভাল ম্যান।
আত্মরক্ষার নাটক সাজাও
মেডিকেলে ভর্তি হও
পেপার টেপার যা আছে সব
নিজের মতো জায়গা লও।
আজকে আমার এই নিবেদন
আইন শৃঙ্খলার সকল ম্যান
বিচার ছাড়া ওসব লোকের
গুলি করে মারেন ক্যান!
বাবা মায়ের মনটা নিয়ে
একটু খানি ভাবেন
ক্রসফায়ারই নয় সমাধান
এই জবাবই পাবেন।
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাবে যখন বুঝবে না।
আপন লোকে মরবে যখন,
হা হুতাশ আর ছাড়বে না।
ধন্যবাদ।
মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন