কোথায় যাচ্ছে বর্তমান প্রজন্ম... ?!?

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০২ জুলাই, ২০১৪, ০৩:০০:১৭ দুপুর

>>আগেকার দিনে এই ৬০/৭০ কিংবা ৮০ এর দশকেও মনে হয় প্রেম/ভালবাসা ছিলো- স্পর্শবিহীন! তখন দুচোখের মিলন, লুকিয়ে এক/আধবার দেখা-সাক্ষাত/ চিঠি-ই ছিল ভালোবাসার মুল বক্তব্য বা অনুভব।। যেখানে ভালবাসা মানেই ফ্রি সেক্স বা লিভ টুগেদার করা যায়, কিংবা যাকে ভালবাসি তার সাথে বিয়ের আগেই বিছানায় যাওয়াটা ছিল অকল্পনীয় ! তাই সে সময় খুব একটা শোনাও যেত না- কোন মেয়ে প্রেমের ফাঁদে পড়ে বিয়ের আগেই প্রেগনেট হয়েছে, কিংবা বিয়ের আগেই কেউ এবরশন করতে গেছে ! কেমন যেন পবিত্রতা ছিল সে সময়ের ভালবাসার মধ্যে ! কিংবা সম্পর্ক তৈরির ক্ষেত্রে ...!

>>অথচ আজকাল কি দেখা যাচ্ছে- ক্লাস সিক্স/ সেভেন পড়ুয়া ছেলে/মেয়ের বয়ফ্রেন্ড/ গার্লফ্রেন্ড আছে! এইসব পিচ্চি পিচ্চি বাচ্চারা নাকি গার্লফ্রন্ড এর সাথে দেখা করতে যায় কমডম পকেটে নিয়ে! ১৩/১৪ বছরের একটা মেয়ে বিয়ের আগেই প্রেগনেট হয়ে যাচ্ছে! প্রেমের ফাঁদে পড়ে তারা ফ্রি সেক্স বা বিয়ের আগেই শারীরিক সম্পর্কে জড়াচ্ছে বা বাধ্য হচ্ছে! এরপর কেউ কেউ অসবাধনতাবশত প্রেগনেট হয়ে এবরশন করাতে যাচ্ছে!

>>যা ঘটছে তা হয়ত বেশি জানার ফল কিংবা প্রযুক্তির অপব্যবহার! অথচ নৈতিকতা পারিবারিক শিক্ষার মূল্যবোধ কোন কিছুই যেন তাদের দমাতে পারছে না! বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটা ছেলে/মেয়ের ঠিক কোন বয়সে বয়ঃসন্ধির ব্যাপারগুলো/ যৌনতা সম্পর্কে ধারনা দেয়া উচিত বা নেয়া উচিত এই নিয়ে অনেক মতবিরোধ আছে! অনেকেই মনে করছেন আমাদের পরের জেনারেশনকে এসব বিষয়ে জানানোর দায়িত্ব আমাদের ! এবং সেটা খুব অল্প বয়স থেকেই যাতে করে সে ভাল/মন্দ বিচার করতে পারে কিন্তু বর্তমান প্রজন্ম কি সেই অপেক্ষায় থাকছে...? থাকলে তো এইসব ঘটনা ঘটতো না! ( আমাদের পাশের এলাকায় এক এস এস সি পরীক্ষার্থী মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছেতাই কান্ড করেছে, জিপিতে জব করে এমন এক ছেলে! মেয়েটা বিয়ের আগেই ৪ মাসের গর্ভবতী ! - সেই প্রেক্ষিতেই এবং এরকম আরো কিছু ঘটনা পেপারে পড়ে লেখা)

>> বর্তমান প্রজন্মের কাছে আমরা এমনটা আশা করি না কিন্তু প্রতিনিয়ত ঘটিত এইসব ঘটনা সত্যি শঙ্কিত করে তুলছে!

বিষয়: বিবিধ

১৩৮৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240911
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:২২
প্রেসিডেন্ট লিখেছেন : এসব ঠেকানোর জন্য ইসলামী জ্ঞান আর আল্লাহভীতিই যথেষ্ট যেটার খুব অভাব আমাদের সমাজে।
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪২
186965
জীবন রাহমান লিখেছেন : Happy>- Happy>- Good Luck Good Luck
০২ জুলাই ২০১৪ রাত ০৮:১৬
187098
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ঠিক বলেছেন! তবে এক্ষেত্রে আমাদের মন-মানসিকতা বা রুচিও দায়ী!
০৩ জুলাই ২০১৪ সকাল ১০:৩৪
187227
প্রেসিডেন্ট লিখেছেন : ইসলামী জ্ঞান আর আল্লাহভীতি থাকলে মন মানসিকতা আর রুচি সব ইতিবাচকভাবে পরিবর্তন হতে বাধ্য।
240932
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আধুনিকতার নামে আমরা ধ্বংসের পথে চলছি।
০২ জুলাই ২০১৪ রাত ০৮:১৬
187099
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু... আমরা নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি!
240972
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৯
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : বর্তমানে নগ্নতাই হচ্ছে প্রগতিশীলতা এবং আধুনিকতা। রুচিতে ঘুণ ধরেছে।
০২ জুলাই ২০১৪ রাত ০৮:১৬
187100
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ঠিক! কিন্তু এর জন্য আমাদের মিজেদের মানসিকতা এবং রুচিও দায়ী!
240994
০২ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৪
আফরা লিখেছেন : ইসলামী জ্ঞান আর আল্লাহভীতি অভাবে বর্তমান প্রজন্মের এই অবস্থা ।
০২ জুলাই ২০১৪ রাত ০৮:১৭
187101
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হ্যাঁ ঠিক! বর্তমান প্রজন্ম ইসলামিক ধ্যানধারনা থেকে অনেক দূরে !
241012
০২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
ভিশু লিখেছেন : এজন্য ধর্মনিরপেক্ষতার নামে এই ধর্ম-উচ্ছেদকারী অবৈধ সরকারই দায়ী! সমাজে খুনি-মদ্যপ-লম্পট-ধর্ষকরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন আর কুরআন নিয়ে আলোচনাকারী পর্দানসীন মা-বোনদেরকে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে! মসজিদে ঢিল ছোঁড়ানো/তালা দেয়া চলছে! আলেমদেরকে হত্যা, মুখের ওপর সরাসরি বুট দিয়ে পুলিশ লাথি মেরেছে/মারছে! মন্দিরের মূর্তি ভাঙা হচ্ছে, বৌদ্ধ-মন্দির পুড়িয়ে দেয়া হচ্ছে! সৌন্দর্য্য-প্রতিযোগিতা, ফ্যাশন-শো, কন্সার্ট, মদ-ফেন্সিডিল-ইয়াবা চলছে হৈহৈরৈরৈ করে - আর ওয়াজ-মাহফিল, আলোচনা-অনুষ্ঠান বন্ধ! কিন্তু আবার দেওয়ানবাগী-মাইজভাণ্ডারীরা রমরমা! সুস্পষ্টভাবেই বুঝা যায় ব্যাপারটি!
বাংলাদেশের জন্য বর্তমান আওয়ামী সরকার একটি জ্বলজ্যান্ত অভিশাপ - এরকম সমাজবিরোধী শোষণ 'বাংলাদেশ' অতীতে আর কখনো দেখেনি!
০২ জুলাই ২০১৪ রাত ০৮:১৭
187102
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : দায়ী সরকার বা যেই হোক না কেন, আমরা নিজেরা যদি নিজেদের ঈমান ঠিক রাখি তাহলে তো কেউ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারবে না! তাই না? আসলে আমাদের মানসিকতা, রুচি, আল্লাহ্‌ ভীতি এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি না বা বর্তমান প্রজন্ম ভাবেছে না। সেটাই মনে হয় মুল কারন।
০৩ জুলাই ২০১৪ সকাল ১১:০১
187231
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সবাই সমান দায়ী। কী ব্যক্তিগত কী সমষ্টিগত। আমরা যার যার অবস্থান থেকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছি না।
আর মুসলমান জাতি বিশেষ করে আমাদের দেশের মুসলমান পড়াশুনা করতে চায় না। অখচ পড়াশুনা না করলে আমরা জানব কোত্থেকে? যেখানে আমাদের মহামানবের প্রতি আল্লাহর প্রথম নির্দেশই হলো 'পড়'সেখানে আমরা তাঁর উম্মত পড়াশুনা থেকে গাফেল থেকে ইহুদী-নাসারাদের পাতানো চক্রান্তে পা দিয়ে বসে আছি।
241014
০২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইসলামী সমাজ ব্যবস্থা সঠিক সমাজ উপহার দিতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে লিখার জন্য ধন্যবাদ
০২ জুলাই ২০১৪ রাত ০৮:১৭
187103
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু পারে... কিন্তু আগে আমাদের নিজের ঈমান ঠিক রাখতে হবে। নিজেদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে! ধন্যবাদ !
241061
০২ জুলাই ২০১৪ রাত ০৮:৫৮
মনসুর আহামেদ লিখেছেন : আপনার কমেন্টের উত্তর গুলো তাবলীগ জামাতের মত।
০৩ জুলাই ২০১৪ দুপুর ১২:২৯
187270
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : কি মুশকিল এখানে আবার তাবলীগ- জামাত আসলো কোথা থেকে?
241201
০৩ জুলাই ২০১৪ সকাল ০৯:২৩
০৩ জুলাই ২০১৪ দুপুর ১২:২৯
187271
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বিয়ের আগেই তো বর্তমান প্রজন্ম অনেক কিছু করে ফেলছে! দরকার প্রয়োজনীয় শিক্ষার, আর মন -মানসিকতা রুচির ব্যাপাটা তো আছে।
241206
০৩ জুলাই ২০১৪ সকাল ০৯:৪৮
আহ জীবন লিখেছেন : ৬০/৭০ কিংবা ৮০র দশকে আমরা নির্দোষ উদাহরন তৈরি করেছি। ক্রমান্বয়ে বর্তমানে এটা চরম বাস্তবতা (প্রতিরোধ প্রতিষেধকহীন)।

আমাদের একজন ব্লগার এর লিখা ব্লগটা এবং আমার কমেন্ট টা পরে দেখতে পারেন। ব্লগার তার ভুল বুঝতে পেরেছেন তার জন্য দোয়া করবেন।
০৩ জুলাই ২০১৪ দুপুর ১২:২৯
187272
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু পড়লাম!
১০
241394
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:৪৮
বাজলবী লিখেছেন : পারিবারিকভাবে ইসলামী শিক্ষা ইসলামী পরিবেশ না পাওয়ার করণে এসবের উৎপত্তি। ভালো লাগলো। ধন্যবাদ।
০৪ জুলাই ২০১৪ সকাল ১১:৪৬
187544
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ... পারিবারিক শিক্ষাটা ঠিক মত পাচ্ছে না কিংবা পেলেও পারিপার্শ্বিক পরিবেশে গিয়ে বখে যাচ্ছে! ধন্যবাদ !
১১ জুলাই ২০১৪ রাত ০৪:০১
189283
সাদাচোখে লিখেছেন : ঈপ্সিতা চৌধুরী আপনি এবার যথার্থ বললেন, 'পারিপার্শ্বিক পরিবেশে গিয়ে বখে যাচ্ছে!'

মূলতঃ দেশের পরিচালক সহ সাধারন মানুষকে বুঝতে হবে:
১। নারী ও পুরুষ একই পারপাসে সৃষ্ট, দুটি ভিন্ন দায় দায়িত্ব ও কর্তব্য নিয়ে, একে অপরের প্রতি দুর্নিভারভাবে আকর্ষিত হয়ে এ পৃথিবীতে অবস্থান করছে।
২। ছেলে মেয়ে - ম্যানহুড/ওমেন্ডহুড বয়সে উপনীত হওয়া মাত্রই গার্ডিয়ানের উচিত উপযুক্ত পাত্রীস্থ কিংবা পাত্রস্থ করা
৩। অবৈধ সকল কাজের জন্য যথাযথ শাস্তি নিশ্চিত করা।

পারিপার্শিক অবস্থা উন্নীত হবে - অবক্ষয় দুর হবে।
১১
244081
১২ জুলাই ২০১৪ দুপুর ০২:২৫
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ঠিক বলেছেন! আমাদের পারিবারিক পরিবেশের উন্নতির সাথে সাথে পারিপার্শ্বিক পরিবেশের উন্নতিটাও জরুরী!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File